আজকের শিরোনাম :

রামচরণের ইসলাম গ্রহণ: গুজব নাকি সত্যি?

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০১৯, ০৯:৫০

বৃহস্পতিবার (২৩-০৫-২০১৯) বিভিন্ন পত্রিকা, অনলাইনে তামিল নায়ক রামচরণের ইসলাম গ্রহণের খবর সংবাদ প্রকাশ হয়েছে। এই সংবাদের সূত্র নিয়ে অনেকে প্রশ্ন করেছেন। মূলত সংবাদ প্রকাশের সময় সূত্র উল্লেখ না করার কারনেই এরকম জিজ্ঞাসা। সংবাদটি নিয়ে তাড়াহুড়ো করার কারনেই সূত্র উল্লেখ করা হয়নি এবং একাধিক সাইটে গিয়ে সত্যতা যাচাই করা হয়নি।

মূলত এই নিউজটি নেয়া হয়েছিল অমৃতবাজার পত্রিকা থেকে। ওই পত্রিকার খবরে কিছু বড় ধরনের ভুল ছিল যা যাচাই না করেই দৈনিক নয়া দিগন্তে দেয়া হয়েছে। যা ঠিক হয়নি।

পাঠক বিভ্রান্তি দূর করার জন্য অমৃতবাজার পত্রিকার ভুলগুলো এখানে উল্লেখ করা হলো:- রাম চরণ নামের যে অভিনেতা ইসলাম গ্রহণ করেছেন বলে খবর দেয়া হয়েছে তা সঠিক নয়। দ্বিতীয়ত, রাম চরণ তামিল নন, তিনি তেলেগু ছবির অভিনেতা। আর অমৃতবাজার পত্রিকার নায়কের যে টুপি পড়া ছবি ব্যবহার করা হয়েছিল, সেগুলো বেশ কয়েক বছর আগে একটি সিনেমায় অভিনয়ের সময় তোলা হয়েছিল। শুক্রবার রাম চরণের অফিসিয়াল ফেসবুক পেইজ এবং টুইটারে গিয়ে ইসলাম গ্রহণের মতো কোন তথ্য পাওয়া যায়নি।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ