আজকের শিরোনাম :

সবার আগে এগিয়ে আসতো আসিফ ভাই: কোনাল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০১৮, ১৯:৩১

ঢাকা, ০৬ জুন, এবিনিউজ : বাংলা গানের যুবরাজ তিনি। সংগ্রাম করে চলেছেন বাংলা সংগীতের নানান বিষয় নিয়ে। সেই আসিফই আজ কারাগারে। তবে আসিফ আকবর যে একটা পরোপকারি মানুষ সেটা কিন্তু ভুলেননি আরেক শিল্পি কোনাল। 

তিনি জানান, “শুধু মনে হচ্ছে, আজকে আমি বা আমরা কেউ এমন পরিস্থিতিতে পড়লে সবার আগে আসিফ ভাই এগিয়ে আসতেন। আর বলতেন, ‘ঘাবড়াবা না একদম, আমি আছি, দেখছি কী করণীয়। ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে।’ এমন কথা তিনি অনেক বিপদগ্রস্থ মানুষকে বলেছেন এবং তিনি তার সাধ্যমতো করেছেন।”

নিজের ফেসবুকে লেখা এক স্ট্যাটাসে এমনটাই বললেন সঙ্গীতশিল্পী সোমনুর মনির কোনাল। তিনি বলেন, ‘ঠিক-বেঠিক জানি না। আমি বিচারক নই। কিন্তু ভাই, ভাইয়ের মাংস খাওয়া মোটেও ভালো লাগছে না। সঙ্গীত পরিবার যেন কেমন হয়ে যাচ্ছে!’

আসিফ প্রসঙ্গে কোনাল বলেন, ‘গায়ক আসিফ না, মানুষ আসিফের কথা বলছি। যিনি আমার চোখে দেখা অন্যতম সহযোগিতা পরায়ণ নেতা, একজন পরোপকারী মানুষ। আমি মানি, একজন শিল্পীর যেমন শালীন, নম্র, শুভাশিস হলে শোভা পায়, তেমনি ক্ষমাশীল হওয়াটাও শিল্পীর অন্যতম চরিত্র।’

এই সঙ্গীত তারকা আরও বলেন, ‘ভুল তো মানুষেরই হয়। আমরা কেউই ভুলের বাইরে নই। আসিফ ভাই আপনি ফিরে আসুন, এসে সব ঠিক করে দিন। ভালোবাসা থাকুক অবিরাম।’

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে গীতিকার, সুরকার ও গায়ক শফিক তুহিনের করা মামলায় গ্রেপ্তার হয়েছেন সঙ্গীতশিল্পী আসিফ আকবর। মঙ্গলবার রাত দেড়টা নাগাদ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল এফডিসির কাছে তার অফিস থেকে গ্রেপ্তার করে আসিফকে।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ