আজকের শিরোনাম :

ফারিয়া’র ‘সুবর্ণ তিথি’

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০১৯, ১২:৩৮

অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র যৌথভাবে একটি নাটক নির্মাণ করেছেন। নাম ‘সূবর্ণ তিথি’। লিখেছেন জহির করিম। চারজনের গল্প নিয়ে নাটকটি তৈরি হয়েছে।

প্রধান এই চার চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, শবনম ফারিয়া, তানভীর, তাসনিয়া ফারিন।

নির্মাতা অমিতাভ আহমেদ রানা বলেন, ‘নাটকটির গল্প সামাজিক ও সমসাময়িক। আশা করছি, দর্শকের নাটকটি ভালো লাগবে।’

‘সূবর্ণ তিথি’র গল্পে দেখা যাবে, সূবর্ণ ভালোবাসত পাভেলকে। পাভেল নিজের ক্যারিয়ার গড়তে একদিন চলে যায় প্যারিসে। এই চলে যাওয়াটা মেনে নিতে না পেরে ডিপ্রেশনে চলে যায় সূবর্ণ। মনোরোগ বিশেষজ্ঞ ডা. শাফায়েতের সান্নিধ্যে ধীরে ধীরে অনেকটাই সুস্থ হতে শুরু করে সূবর্ণ। মনে মনে শাফায়েতের প্রতি এক ধরনের দুর্বলতা অনুভব করতে থাকে সে। কাকতালীয়ভাবে একদিন তিথির সঙ্গে দেখা হয় সূবর্ণর। অথচ কেউ কাউকে চেনে না। ডা. শাফায়েতের স্ত্রী তিথি সূবর্ণর বিষয়টা টের পায়। শুরু হয় নতুন গল্প।

নাটকটি শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ