আজকের শিরোনাম :

বুধবার দেশে আসবে সুবীর নন্দীর মরদেহ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০১৯, ০০:৫৮

আধুনিক বাংলাগানের বরেণ্য শিল্পী সুবীর নন্দীর মরদেহ বুধবার (৭ মে) সকালে সিঙ্গাপুর থেকে ঢাকায় এসে পৌঁছাবে।

তবে তার শেষকৃত্য কোথায় হবে, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।

তিনি বলেন, বুধবার সকাল সাড়ে ৬টায় সুবীর নন্দীর মরদেহ ঢাকায় পৌঁছানোর পর প্রথমে নেওয়া হবে তার গ্রিন রোডের বাসায়।

এরপর বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে এই শিল্পীর প্রতি শেষ শ্রদ্ধা জানাবে সর্বস্তরের মানুষ। এছাড়া ঢাকেশ্বরী মন্দির ও রামকৃষ্ণ মিশনেও নেওয়া হবে তার কফিন।

সুবীর নন্দী দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। নিয়মিতভাবে তার ডায়ালাইসিস করতে হত।

গত ১৪ এপ্রিল রাতে সিলেট থেকে ঢাকায় ফেরার পথে ট্রেনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সুবীর নন্দী। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ও কন্যা। রাত ১১টার দিকে তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) নেওয়া হয়। হাসপাতালটির জরুরি বিভাগে হার্ট অ্যাটাক করেন এই নন্দিত শিল্পী। এরপর তাকে দ্রুত লাইফ সাপোর্ট দেওয়া হয়।

১৮ দিন পর তাকে নেওয়া হয় সিঙ্গাপুরে। সেখানেই মঙ্গলবার তার মৃত্যু হয়।

এক জীবনে সুবীর নন্দী

জন্ম: ১৯৫৩ সালের ১৯ নভেম্বর

জন্মস্থান: হবিগঞ্জের তেলিয়াপাড়া চা বাগান

বাবা: সুধাংশু নন্দী

মা: পুতুল রানী

পড়াশোনা: স্নাতক, বিগঞ্জ বৃন্দাবন কলেজ

সঙ্গীতে হাতখড়ি: মায়ের কাছে ছয় বছর বয়সে

বেতার গান : ১৯৬৩ সালে শিশুশিল্পী হিসেবে

প্রথম প্লেব্যাক: ১৯৭৬ সালে ‘সূর্যগ্রহণ’ চলচ্চিত্রে

প্রথম একক অ্যালবাম: সুবীর নন্দীর গান (১৯৮১ সাল)

জাতীয় চলচ্চিত্র পুরস্কার: পাঁচবার (১৯৮৪,১৯৮৬, ১৯৯৯, ২০০৪, ২০১৫)

একুশে পদক: ২০১৯

জনপ্রিয় গান: ‘দিন যায় কথা থাকে’, ‘ও আমার উড়াল পঙ্খী রে’, ‘একটা ছিল সোনার কন্যা’, ‘পাখিরে তুই দূরে থাকলে’, ‘কত যে তোমাকে বেসেছি ভাল’, ‘আমার এ দুটি চোখ পাথর তো নয়’, ‘পৃথিবীতে প্রেম বলে কিছু নেই’, ‘তুমি এমনই জাল পেতেছো সংসারে’ প্রভৃতি।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ