আজকের শিরোনাম :

সুবীর নন্দীর হার্টে সার্জারি, বসানো হলো চারটি রিং

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০১৯, ০০:২৯

কিংবদন্তি সংগীতশিল্পী সুবীর নন্দী আবারও হৃদরোগে আক্রান্ত হয়েছেন। রোববার (৫ মে) সকালে তিনি হৃদরোগে আক্রান্ত হবার পর অস্ত্রপচারের মাধ্যমে তার হার্টে চারটি রিং বসিয়েছেন চিকিৎসাকরা।

এদিকে শনিবার বিকেলেও একবার হৃদরোগে আক্রান্ত হয়েছেন এই সংগীতশিল্পী। বাংলাদেশে সুবীর নন্দীর চিকিৎসার বিষয়টি সমন্বয় করেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জাতীয় সমন্বয়ক সামন্ত লাল সেন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছেন তিনি।

সামন্ত লাল সেন বলেন, সুবীর নন্দী রোববার সকালে আবারও হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তার রক্তচাপ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আসলে ২৪ ঘন্টা না যাওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।

মেয়েকে দেখে কেঁদেছেনও তিনি। কিন্তু শনিবার আবার শারীরিক অবস্থার অবনতি হয় তার। তারই জেরে আজ (রোববার) আবার হৃদরোগে আক্রান্ত হন। প্রসঙ্গত রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১৬ দিন চিকিৎসার পর সুবীর নন্দীকে সিঙ্গাপুর নেওয়া হয়।

এর আগে সুবীর নন্দী ১২ এপ্রিল পরিবারের সবাইকে নিয়ে মৌলভীবাজারে আত্মীয়ের বাড়িতে যান। সেখানে একটি অনুষ্ঠান ছিল। ১৪ এপ্রিল ঢাকায় ফিরতে ট্রেনে ওঠার জন্য বিকেলে মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলে আসেন তারা। ট্রেনেই অসুস্থ হয়ে পড়েন সুবীর নন্দী। সেখানে একজন চিকিৎসক থাকায় তার পরামর্শে সুবীর নন্দীকে নিয়ে পরিবারের সদস্যরা ঢাকার বিমানবন্দর স্টেশনে নেমে যান।

রাত ১১টার দিকে তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। সুবীর নন্দী দীর্ঘদিন ধরে কিডনি ও হার্টের অসুখে ভুগছেন।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ