আজকের শিরোনাম :

চলচ্চিত্রে সরকারি অনুদান পেলেন ৫ পরিচালক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০১৯, ১৭:৪৬

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ২০১৮-২০১৯ অর্থ বছরের জন্য অনুদান ঘোষণা করেছে সরকার। তথ্য মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে প্রকাশ করেছে অনুদানপ্রাপ্তদের নাম। ২০১৮-২০১৯ অর্থবছরের জন্য পাঁচজনকে দেয়া হচ্ছে অনুদান।

তারা হচ্ছেন ‘খিজির পুরের মেসি’ ছবির জন্য জান্নাতুল ফেরদৌস আইভি। ছবির প্রযোজক এবং পরিচালক দুটোই তিনি। জাহিদ সুলতান এবং নাসির উদ্দিন পরিচালিত ‘মিঠুর একাত্তর যাত্রা’। ‘রুপালী কথা’র জন্য নাজমুল হাসান। ফারাশাত রিজওয়ানের  ‘শেকল ভাঙার গান’ এবং ‘ময়না’  ছবির জন্য উজ্জ্বল কুমার মন্ডল।

অনুদানপ্রাপ্তরা প্রত্যেকেই পাবেন দশ লাখ নগদ টাকা। তিন কিস্তিতে এই টাকা দেয়া হবে। পরিচালক অথবা প্রযোজক প্রথম চেক প্রাপ্তির ছয় মাসের মধ্যে শেষ করতে হবে সিনেমার নির্মাণ কাজ। ছবির দৈর্ঘ্য হতে হবে পয়ত্রিশ মিনিট থেকে পঞ্চান্ন মিনিটের মধ্যে। তবে বিশেষ ও যুক্তিসংগত কারণ দেখিয়ে এ সময় বৃদ্ধি করা যাবে।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ