আজকের শিরোনাম :

সড়ক দুর্ঘটনায় সংগীতশিল্পী খুরশীদ আলম আহত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০১৯, ১৪:০১

সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী খুরশীদ আলম। 

শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে বগুড়া শহরের চারমাথা এলাকায় তার প্রাইভেটকারের সঙ্গে ট্রাকের সংঘর্ষে তিনি আহত হন।

তার ছোট ভাই মুরশীদ আলম জানান, একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ঢাকা থেকে বগুড়ায় আসেন খুরশীদ আলম। তিনি নওদাপাড়া এলাকায় একটি অভিজাত হোটেলে ওঠেন। শহরে তার বেশ কিছু ভক্ত তাকে নিয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানোর পর শুক্রবার গভীর রাতে হোটেলে রেখে আসার জন্য যাচ্ছিল। পথে শহরতলির ঝোপগাড়ী এলাকায় একটি ট্রাক তার বহনকারী প্রাইভেটকারকে পেছন থেকে ধাক্কায় দিলে তাকে আহত অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে শজিমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রসুল পরিবর্তন ডটকমকে জানান, খুরশীদ আলম মুখমণ্ডলে আঘাত পেয়েছেন। তবে গুরুতর নয়।

এই গুণী সংগীতশিল্পীর জন্ম ১৯৪৬ সালে। ছোটবেলা থেকেই খুরশীদ আলমের সঙ্গীতের প্রতি আকর্ষণ ছিল। খুরশীদ আলমের গাওয়া অনেক গান রয়েছে জনপ্রিয়তার তালিকায়। তার মধ্যে উল্লেখযোগ্য হলো- ‘মাগো মা, ওগো মা, আমারে বানাইলি তুই দিওয়ানা’, তোমরা যারা আজ আমাদের ভাবছো মানুষ কি না’, বন্দি পাখির মতো মনটা কেঁদে মরে’ ইত্যাদি।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ