আজকের শিরোনাম :

আজ বিটিভিতে প্রচারিত হবে ‘পরিবর্তন’

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০১৯, ১২:৫৮

বাংলাদেশ টেলিভিশনের বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’র ৩৩তম পর্ব প্রচার হবে আজ। রাত ১০টার ইংরেজি সংবাদের পর এটি প্রচার হবে।

মোট ১৮টি পরিবেশনা দিয়ে সাজানো হয়েছে এবারের পরিবর্তন। এতে থাকছে ৩টি গান। গাইবেন বিন্দু কণা, দিনাত জাহান মুন্নি এবং এই প্রজন্মের চার কণ্ঠশিল্পী শামীম হাসান, অন্তর রহমান, বন্যা তালুকদার ও চিত্রা। ফাহমিদা নবী ও আরফিন রুমির গাওয়া দুটি দেশাত্মবোধক গানের অংশ বিশেষের সঙ্গে নৃত্য পরিবেশনা। সোহাগ ড্যান্স গ্রুপের সহশিল্পীদের নিয়ে ইভান শাহরিয়ার সোহাগের কোরিওগ্রাফিতে নৃত্য পরিবেশন করবেন নৃত্যশিল্পী সোহেল রহমান ও রুহানী সালসাবিল লাবণ্য।

এ ছাড়া রয়েছে বিভিন্ন নাট্যাংশ। এতে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, অবৈধ স্থাপনা উচ্ছেদ, মোবাইল ডাটা, মুক্তিযোদ্ধা ভাতা, শিক্ষকদের কোচিং বাণিজ্য, ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিস, পরনিন্দা-পরচর্চা, ঘুষ-দুর্নীতি ও বিদেশি অপসংস্কৃতি চর্চা প্রাধান্য পেয়েছে।

শাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনায় পরিবর্তনের পরিকল্পনা গ্রন্থনা, উপস্থাপনা ও নির্দেশনা দিয়েছেন আনজাম মাসুদ।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ