আজকের শিরোনাম :

এটিএন বাংলায় ‘দ্য চ্যালেঞ্জার’

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০১৯, ১৭:২৮

নারীরা এখন আর অবরোধবাসীনি হয়ে নেই। অন্তঃপুরের আগল ভেঙে তারাও বেরিয়ে এসেছে বাইরে। প্রবেশ করেছে কর্মক্ষেত্রে। হয়ে উঠেছে স্ব স্ব ক্ষেত্রে এক একজন সফল নারী। সফল মানুষরা কিন্তু কেবল জন্মসূত্রে কিংবা ভাগ্যবলে সফল নন। সাফল্যের পেছনে থাকে বিস্তর পরিশ্রম, ত্যাগ, অধ্যবসায় ও ঝুঁকি গ্রহণের গল্প। আর এসমস্ত চ্যালেঞ্জ নিয়েই যারা এগিয়ে চলেন তারাই হলেন চ্যালেঞ্জার। এমনই সব চ্যালেঞ্জার নারীদের নিয়ে এটিএন বাংলায় শুরু হতে যাচ্ছে নতুন অনুষ্ঠান ‘দ্য চ্যালেঞ্জার’।

অনুষ্ঠানটি আগামীকাল (১৭ মার্চ, রবিবার) বিকাল ৫.৩০ মিনিটে প্রচার হবে এটিএন বাংলায়। ফেরদৌসী আহমেদ চৌধুরী’র উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন কুইন রহমান। ‘দ্য চ্যালেঞ্জার’ অনুষ্ঠানের এবারের পর্বে অংশগ্রহণ করেছেন সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গ্রীণহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সিস্টার ভার্জিনিয়া আশা গমেজ। উপস্থাপকের সঙ্গে আলাচারিতায় উঠে এসেছে তাঁর সংগ্রাম, সাফল্য এবং স্বপ্ন জয়ের দীর্ঘ পথ চলার গল্প। যে গল্প শুনে উদ্বুদ্ধ হতে পারবে আজকের দিনের নারীরা।


এবিএন/উজ্জ্বল/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ