আজকের শিরোনাম :

প্রদর্শিত হল পথিক শহিদুল নির্মিত বাতিঘর

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০১৯, ১৮:৩১

কলকাতা হট্রমেলা চলচ্চিত্র উৎসবে আজ সোমবার প্রদর্শিত হল বাংলাদেশের প্রমান্য চলচ্চিত্র পথিক শহিদুল নির্মিত বাতিঘর।

বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট প্রযোজিত বাতিঘর চলচ্চিত্রটির গল্প মাতৃভাষা গণগ্রন্থাগারের পরিচালক এম,কে টুটুলের জীবন দর্শন ও লাইব্রেরী নিয়ে।ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা শহর থেকে ৫ কিলো: দুরে এক নিভৃত পল্লী কালুহুদা।

এম,কে টুটুল ছোটবেলা থেকেই এই লাইব্রেরী গড়ে তোলে।  এই লাইব্রেরীর পাঠক/পাঠিকা, সাধারন মানুষ,শিক্ষক, সুধীজন,নানা পর্যায়ে মানুষের বক্তব্য উঠে এসেছে প্রমান্যচিত্রটির মধ্যে চিত্রায়ন করা হয়েছে এম কে টুটুলের একদিনের কর্মকান্ড।

এবিএন/মারুফ সরকার/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ