আজকের শিরোনাম :

২ ফেব্রুয়ারী বাংলাদেশে আসছেন প্রবাসী শিল্পী রুবাইয়েত ও রাজা কাসিফ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০১৯, ১৮:১৫

যুক্তরাজ্যের প্রবাসী জনপ্রিয় সংগীত শিল্পী রুবাইয়েত জাহান ও লন্ডনের গায়ক ও কম্পোজার রাজা কাসিফ বাংলাদেশে আসছেন ২ ফেব্রুয়ারী। থাকবেন দুই সপ্তাহ। এই সময় তারা সঙ্গীত নিয়ে কয়েকটি অনুষ্ঠান করবেন। পাশাপাশি বিভিন্ন মিডিয়ার সঙ্গে বসবেন গান নিয়ে।

লন্ডন থেকে রুবাইয়েত জাহান জানান, অনেকদিন পর দেশে আসছি, দেশের সঙ্গীত নিয়েও কিছু কাজ করবো। লন্ডনের জনপ্রিয় গায়ক ও কম্পোজার রাজা কাসিফকে সঙ্গে নিয়ে আসছি, কারণ তার বাংলা গানের প্রতি গভীর টান। তিনিও আমার সাথে বাংলাগান নিয়ে কাজ করেন লন্ডনে।

চট্টগ্রামের মেয়ে রুবাইয়াত জাহান। বর্তমানে ব্রিটিশ প্রবাসী এ শিল্পী পপ সংগীতসহ নানা ধরনের গান করে থাকেন। বাংলার বাইরে ইংরেজী, উর্দু, হিন্দিতেও তার গানের উল্লেখযোগ্য সংখ্যক দর্শক রয়েছে।

এছাড়া ব্রিটেনের বাঙালি কমিউনিটিতে তার গায়কীর বেশ কদর রয়েছে। প্রবাসে থেকেও দেশের জন্য গান করেছেন তিনি। হাবিবুল ইসলাম হাবিবের চলচ্চিত্র ‘রাত্রির যাত্রী’তে ‘আমি সুন্দরী মেয়ে’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন রুবাইয়াত। গানটি কম্পোজ করেছেন লন্ডনের গায়ক ও কম্পোজার রাজা কাসিফ, কথা লিখেছেন ‘রাত্রির যাত্রী’ পরিচালক হাবিবুল ইসলাম হাবিব, গানটি লন্ডনের হাই-স্ট্রিট স্টুডিওতে রেকর্ডিং হয়।

বাংলাদেশের মডেল ও অভিনেতা আমান রেজা রাজা ক্যাসিফ ও রুবাইয়েত জাহানের একটি গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন। এটা লণ্ডনের বিভিন্ন মনোরম জায়গায় দৃশ্যধারণ করা হয়। গানের শিরোনাম ‘আসো না তুমি আর’। রাজা ক্যাসিফ ও রুবাইয়েতের কণ্ঠে এ গানটির ভিডিও পরিচালনা করেছেন মিনহাজ কিবরিয়া ও ক্যাসিফ। সংগীতায়োজনের পাশাপাশি এ গানটি লিখেছেনও রুবাইয়েত জাহান।

বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লার দুই নাতি জাইন ও অ্যারন ব্রিটেনে দেশাÍবোধক একটি গান গেয়ে ছিল। ওই গানটির সুর ও সংগীতায়োজন করে ছিলেন রাজা কাশেফ। গানটিতে তার এবং রুবায়েত জাহানের কণ্ঠও আছে। এর কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। পুরো ভিডিওর দৃশ্যায়ন হয় লন্ডনে। ভিডিও নির্মাণ করেন মিনহাজ কিবরিয়া।

উল্লেখ্য, যুক্তরাজ্যের প্রবাসী সংগীত শিল্পী রুবাইয়েত জাহান জšে§ছেন বন্দর নগরী চট্টগ্রামে। আর শৈশব-কৈশোরে তিনি বেড়ে উঠেছেন বাংলাদেশের বিভিন্ন জেলায়।

 মায়ের আগ্রহে ছোটবেলা থেকে তালিম নিয়েছেন অনেকে বিখ্যাত সংগীতজ্ঞের কাছে। এন্ড্রু কিশোর, বাপ্পী লাহিড়ী ও কুমার শানুর মতো বিখ্যাত শিল্পীদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে ডুয়েট গান করার অভিজ্ঞতা রয়েছে তার। হিন্দি চলচ্চিত্রের প্রডিউসার ঋষি রিচের একটি হিন্দি গান করেন তিনি। গানের শিরোনাম ‘মেরে পারদেশি বাবু’।  কিছু দিন আগে ‘মনে পড়ে রুবি রায়’ নামে বাংলা গানের অ্যালবাম বের হয়।

রুবাইয়েত জাহান বর্তমানে বৃটেনে পেশাদার শিল্পী হিসেবে কাজ করছেন। ইউকেতে বাংলা চ্যানেলগুলোতে নিয়মিত পারফর্ম করছেন তিনি। এ ছাড়াও রুবাইয়েত জাহান প্রেজেন্টার হিসেবেও কাজ করছেন ইউকের বিভিন্ন চ্যানেলে।
ইউকেতে বিভিন্ন উৎসবে গান করেন। গান নিয়ে ইতালি, জার্মান ও ফ্রান্সসহ ইউরোপের অনেক দেশে গিয়েছেন।

রুবাইয়েত জাহান জানান, আমি বর্তমানে লন্ডনের জনপ্রিয় গায়ক ও কম্পোজার রাজা কাসিফের সঙ্গে কাজ করছি। আশা করি উনার কম্পোজ করা গান আপনাদের ভাল লাগবে। আমি প্রথম ফিমেল আর্টিস্ট যার বাংলা গান ইন্ডিয়ান রেকর্ড লেবেল কোম্পানি ‘মুভিবক্স’ থেকে রিলিজ হয়। এছাড়াও মুভিবক্স থেকে তার ‘সাথে রবে তুমি’ ও ‘শ্রাবণে’ এবং ডুয়েট অ্যালবাম ‘৯ মাত্রা’ রিলিজ হয়।


এবিএন/উজ্জ্বল/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ