আজকের শিরোনাম :

রাকেশ রোশান ক্যানসারে আক্রান্ত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০১৯, ১৩:৪৮

ক্যানসারে আক্রান্ত হয়েছেন বলিউড নির্মাতা রাকেশ রোশান। স্কোয়ামাস সেল কারসিনোমা বা গলার ক্যানসারে ভুগছেন তিনি। 

আজ মঙ্গলবার তার একটি অস্ত্রোপচারও হবে। রাকেশ রোশানের ছেলে অভিনেতা হৃতিক রোশান এ তথ্য জানিয়েছেন।

ইনস্টাগ্রামে বাবার সঙ্গে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে হৃতিক লিখেছেন, ‘আজ সকালে বাবার সঙ্গে একটি ছবি তোলার আবদার করেছিলাম। জানতাম, অস্ত্রোপচারের দিনেও তিনি ব্যায়াম বাদ দেবেন না। কয়েক সপ্তাহ আগে প্রাথমিক পর্যায়ে তার স্কোয়ামাস সেল কারসিনোমা ধরা পড়েছে কিন্তু আজ এরসঙ্গে লড়াই চালিয়ে যেতেও পুরো উদ্যেমে রয়েছেন। পরিবারের সদস্য হিসেবে তার মতো এমন একজন লিডার পেয়ে আমরা সৌভাগ্যবান।’

অভিনেতা হিসেবে ঘর ঘর কি কাহানি সিনেমার মাধ্যমে ১৯৭০ সালে সিনেমা জগতে পা রাখেন রাকেশ রোশান। এর পর বুনিয়াদ, খুবসুরত, কামচোর, ভগবান দাদাসহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন। ১৯৮৭ সালে খুদগর্জ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে তার অভিষেক হয়। খুন ভরি মাঙ, কিং আঙ্কেল, কয়লা, করন অর্জুন’র মতো সিনেমা নির্মাণ করেছেন তিনি।

কাহো না পেয়ার হ্যায় সিনেমার মাধ্যমে ২০০০ সালে ছেলে হৃতিক রোশানকে সিনেমা জগতে আনেন রাকেশ। এর পর একসঙ্গে কই মিল গ্যায়া ও কৃষ সিরিজের সিনেমা নির্মাণ করেন। সর্বশেষ হৃতিক অভিনীত কাবিল সিনেমার প্রযোজনা করেছেন রাকেশ। তাদের পরবর্তী প্রজেক্ট কৃষ-ফোর।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ