নতুন বছরে আসছে কাব্য বিলাসের ‘আলো’

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৮, ১৮:৩৯

দেশের অন্যতম শিশু-কিশোর নাট্যদল কাব্য বিলাস তাদের ৮০তম প্রযোজনা ‘আলো’ নাটক নিয়ে নতুন বছরে দর্শকদের সামনে হাজির হচ্ছে।  বর্তমানে কাব্য বিলাস নাট্য গোষ্ঠীর সদস্যরা রাজধানীর কাওলায় নিজস্ব মহড়াকক্ষে নাটকটি নিয়ে ব্যস্ত সময় পার করছে।

রাহুল রাজ এর রচনা ও নির্দেশনায় এ নাটকে উঠে এসেছে গ্রাম বাংলার চিত্র।  অপসংস্কৃতি থেকে কিভাবে দেশের কৃষ্টি ও কলা রক্ষা করা যায় তা নিয়ে ভিন্নভাবে গড়ে ওঠা গল্পে গ্রামের বাংলা বাউলদের জীবন-চিত্রফুটে উঠেছে।

নতুন বছরের শুরুতেই ‘আলো’ নাটকটি বাংলাদেশ টেলিভিশনে চিত্রায়ণ হবে।

নাটকটি বিভিন্ন  চরিত্রেঅভিনয় করেছে, রিজন, শৈলী, হৃদয়, নাঈম, আশরাফ, অন্তর, রাসেল, সজীব, চাঁদনী, মেহেদী, শরিফ, মাসুদ রানা, মুনাসহ আরো অনেকে।

উল্লেখ্য ‘প্রতিভার প্রতিক্ষায় নতুনের জয়গান’ এই শ্লোগানে কাব্য বিলাস নাট্য গোষ্ঠী বিগত ১২বছর যাবৎ নিয়মিত অপ সাংস্কৃতিক রোধে দেশ ও আর্ন্তজাতিক পর্যায়ে সমাজ সচেতন ও ভিন্নধারা নাটক মঞ্চায়ন করে যাচ্ছে।
 
 এবিএন/রাজ্জাক/জসিম/এআর

 

এই বিভাগের আরো সংবাদ