আজকের শিরোনাম :

দেশে পৌঁছেছে আমজাদ হোসেনের মরদেহ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০১৮, ২০:০৬

দেশ বরেণ্য চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেন মারা গেছেন গত ১৪ ডিসেম্বর। ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ (২১ ডিসেম্বর) তার মরদেহ এসে পৌঁছেছে ঢাকায়।

সন্ধ্যা ৭টা ২০ মিনিটে টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্ধরে এসে পৌঁছায় আমজাদ হেসেনের মরদেহ বাহী বিমান। সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে আদাবরে আমজাদ হোসেনের নিজ বাসায়। সেখানে আত্মীয় স্বজনরা তাকে শেষবারের মতো দেখার সুযোগ পাবেন। রাতেই তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে স্থানীয় বায়তুল আমান জামে মসজিদে। এরপর মরদেহ রাখা হবে বারডেম হাসপাতালের হিমাগারে।

শনিবার (২২ ডিসেম্বর) সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত কেন্দ্রিয় শহীদ মিনারে রাখা হবে আমজাদ হোসেনের মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদেনের জন্য। শ্রদ্ধা নিবেদন শেষে মৃতদেহ নিয়ে যাওয়া হবে এটিএন বাংলায়। তারপর তার প্রিয় কর্মস্থল এফডিসিতে নেয়া হবে। এফডিসিতে বাদ যোহর তার জানাজা অনুষ্ঠিত হবে। সবশেষ তাকে চ্যানেল আইতে নেয়া হবে।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ