আজকের শিরোনাম :

শুক্রবার সন্ধ্যায় 'ভালবাসা'র উন্মুক্ত প্রদর্শনী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০১৮, ০০:৩২

তরুণ নির্মাতা শুভ্রা গোস্বামীর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'ভালবাসা'। শুক্রবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে চলচ্চিত্রটির প্রিমিয়ার শো। খ্যাতিমান কথাসাহিত্যিক শহীদুল জহিরের গল্প অবলম্বনে নির্মিত 'ভালবাসা'র প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত বলে জানিয়েছেন নির্মাতা।

শুভ্রা গোস্বামী জানান, 'ভালোবাসা'র চিত্রগ্রহণ করেছেন কিংবদন্তী চিত্রগ্রাহক আনোয়ার হোসেন। সদ্যপ্রয়াত আনোয়ার হোসেনের চিত্রায়িত সর্বশেষ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এটি। চলচ্চিত্রটি ক্যামেরার এই কিংবদন্তীকে উৎসর্গ করা হচ্ছে।

'ভালবাসা'র চিত্রনাট্য লিখেছেন শাওন কৈরী। এতে অভিনয় করেছেন শক্তিমান অভিনেত্রী মৌসুমী হামিদ, দীপক সুমন ও শিশুশিল্পী শ্লোগান।

চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন সুকণ্যা মজুমদার ঘোষ। আর 'ভালবাসা'র সঙ্গীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ