আজকের শিরোনাম :

শুক্রবার দেশে আসছে আমজাদ হোসেনের মরদেহ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০১৮, ২৩:৪৯

কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেনের মরদেহ শুক্রবার (২১ ডিসেম্বর) দেশে আনা হচ্ছে।

বুধাবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এসএ হক অলিক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামী শুক্রবার বিকেলে আমজাদ হোসেনের মরদেহ দেশে আনা হচ্ছে, তারও আগেও হতে পারে।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর উদ্যোগে উন্নত চিকিৎসার জন্য গুণী এ নির্মাতাকে গত ২৭ নভেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয়েছিল থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে। এরপর সেখানে চিকিৎসারত অবস্থায় গত ১৪ ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৭৬ বছর বয়সী চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেন।

গোলাপি এখন ট্রেনে, ভাত দে, কসাই, নয়নমণি, দুই পয়সার আলতা’, জন্ম থেকে জ্বলছিসহ এমন আরও কিছু জনপ্রিয় সিনেমার কাহিনিকার, চিত্রনাট্যকার ও পরিচালক আমজাদ হোসেন।

গুণী এই নির্মাতা চলচ্চিত্রশিল্পে অসামান্য অবদানের স্বীকৃতস্বরুপ- জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একুশে পদক, স্বাধীনতা পদকসহ একাধিক রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ