আজকের শিরোনাম :

বিজয় দিবসে এটিএন বাংলায় বিশেষ আয়োজন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০১৮, ১৫:১৭

মহান বিজয় দিবস উপলক্ষে এটিএন বাংলায় আজ (১৬ই ডিসেম্বর) দিনব্যাপী প্রচার হবে বিশেষ অনুষ্ঠানমালায়।  

সকাল ৭.৩০টায় প্রচার হবে প্রভাতী প্রভাতী অনুষ্ঠান ‘চায়ের চুমুকে’ পরিচালনাঃ শম্পা মাহমুদ।  
৮টায় প্রচা হবে সঙ্গীতানুষ্ঠান ‘আজ সকালের গান’, পরিচালনা- লানা খান।  ৮.৩০টায় প্রচার হবে ছোটদের বিশেষ অনুষ্ঠান ‘বিজয় আমার অহংকার’, পরিচালনা- শহীদুল ইসলাম।

৯টায় প্রচার হবে ছোটদের নৃত্যানুষ্ঠান ‘সূর্যোদয়ে তুমি’, পরিচালনা- নাহিদ রহমান। ৯.৩০টায় প্রচার হবে ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান ‘রূপালী ফিতা’ এর বিশেষ পর্ব, পরিচালনা- খন্দকার খালিদ হোসেন সঞ্জয়। ১০.৩০টায় প্রচার হবে ইটালিয়ানা মুভি টাইমে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘রাবেয়া’ পরিচালনাঃ তানভীর মোকাম্মেল।

দুপুর ৩.০৫টায় প্রচার হবে বিশেষ নাটক ‘সাক্ষাৎকার’, পরিচালনা- আবুল হায়াত। বিকাল ৪টায় প্রচার হবে ছোটদের অনুষ্ঠান ‘বিজয় পতাকা’ পরিচালনা- কাজলী আহমেদ। ৪.৩০টায় প্রচার হবে নৃত্যানুষ্ঠান ‘বাংলার জয়’ পরিচালনা: নাহিদ রহমান।
৫টায় প্রচার হবে ছোটদের ম্যাগাজিন ‘বিজয় নিশান’ পরিচালনা- নাহিদ রহমান। ৫.৩০টায় প্রচার হবে তথ্যচিত্র ‘একাত্তরের মুক্তিযুদ্ধ’, পরিচালনা- আমজাদ কবীর চৌধুরী।


সন্ধ্যা ৬.২৫টায় প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘মুক্তির কথা বিজয়ের গান’, পরিচালনা- হানিফ সংকেত। রাত ৮টায় প্রচার হবে বিশেষ রম্য মাগাজিন ‘নিটল আতাশি রাজার অতিথি’, পরিচালনা- সাইফুল জামিল।


রাত ৯টায় প্রচার হবে গ্রামীন ফোন নিবেদিত বিশেষ নাটক ‘অপেক্ষা’, রচনা- শফিকুর রহমান শান্তনু, পরিচালনা- চয়নিকা চৌধুরী।
এছাড়া রাত ১২টায় প্রচার হবে বিশেষ নাটক ‘ চোর না ডাকাত’, রচনা  ও পরিচালনা- ফেরদৌস হাসান।

এবিএন/রাজ্জাক/জসিম/এআর

এই বিভাগের আরো সংবাদ