আজকের শিরোনাম :

খ্রিস্টান রীতিতে প্রিয়াঙ্কা-নিকের বিয়ে সম্পন্ন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৮, ১৪:৫০

অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন সঙ্গীতশিল্পী নিক জোনাস।

গতকাল ভারতের যোধপুরের উমাইদ ভবন প্রাসাদে পরিবারের সদস্য এবং বন্ধুদের উপস্থিতিতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।

পিপল ম্যাগাজিনের দাবি অনুসারে, বিয়ের অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতা করেন নিক জোনাসের বাবা পল কেভিন জোনাস।

আজ (রবিবার) হিন্দু প্রথা অনুসরণ করে নববিবাহিত যুগলটির বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে।

এক বছরের প্রণয় শেষে ৪ মাস আগে বাগদান সম্পন্ন করেন নিক ও প্রিয়াঙ্কা।

নিজেদের সামাজিক মাধ্যমে বিয়ের খবরটি নিশ্চিত করেছেন দুজনই।

তারা জানিয়েছেন, তাদের ‘সম্পর্কের বিশেষ একটি বিষয়’ হলো, দুজনের পরিবার, সংস্কৃতি এবং বিশ্বাসের মিশ্রণ।

গত বছর মে মাসে ‘মেট গালা’ অনুষ্ঠানের পর থেকে ২৬ বছর বয়সী জোনাস এবং ৩৬ বছর বয়সী প্রিয়াঙ্কা চোপড়া প্রেমের বন্ধনে আবদ্ধ হন বলে ধারণা করা হয়। তার এক বছর পরই লন্ডনে তারা বাগদান সম্পন্ন করেন।

২০০০ সালে মিজ ওয়ার্ল্ড প্রতিযোগিতা জয়ী প্রিয়াঙ্কা চোপড়া বলিউডে ৫০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন। বলিউডের সবচেয়ে বেশি সম্মানী পাওয়া অভিনেতাদের মধ্যে একজন তিনি।

২০১৬ সালে টাইম ম্যাগাজিন প্রিয়াঙ্কা চোপরাকে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় অন্তর্ভুক্ত করে।

টেলিভিশন সিরিজ কোয়ান্টিকো এবং হলিউডের সিনেমা ‘ভেন্টিলেটর’, ‘বেওয়াচ’ এবং ‘এ কিড লাইক জেক’-এ অভিনয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র শিল্পে যাত্রা শুরু হয় তার।

অন্যদিকে দুই ভাই জো আর কেভিনের সাথে ‘জোনাস ব্রাদার্স’ নামের একটি ব্যান্ড দলের সদস্য ছিলেন নিক জোনাস।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ