কোরীয়ান শিল্পীর কণ্ঠে ভাইরাল ‘বাংলাদেশ’

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০১৮, ২৩:৫৮

‘তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায়’ গানটির শিরোনাম ‘বাংলাদেশ’।

প্রিন্স মাহমুদের কথা, সুরে জেমসের গাওয়া গানটি ব্যাপক জনপ্রিয়। আমাদের স্বাধীনতা দিবস, বিজয় দিবস এমনকি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসেও গানটি থাকে মুখে মুখে। গানটি যেন বুকে ধারণ করে আছে এক টুকরো বাংলাদেশকে।

‘বাংলাদেশ’ শিরোনামের এই কালজয়ী গানটি এবার কোরীয় এক শিল্পী গাইলেন দক্ষিণ কোরিয়ার হ্যান্সেও বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে। কোরীয় শিল্পীর গানটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

কোরীয় শিল্পীর কণ্ঠে গানটি শুনে আবেগাপ্লুত হয়ে এর গীতিকার সুরকার প্রিন্স মাহমুদ বৃহস্পতিবার দুপুরে তাঁর ফেসবুকে লিখেছেন, ‘হে বিদেশিনী গুণী শিল্পী, তোমার জন্য ভালোবাসা, ভালোবাসা অপার। তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায়।’

উল্লেখ্য যে, কোরিয়ায় বাংলা গানের রয়েছে দারুণ জনপ্রিয়তা। এর আগেও অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে কোরিয়ার তরুণদের বাংলা গান গাইতে দেখা গেছে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ