আজকের শিরোনাম :

আইয়ুব বাচ্চুকে নিয়ে গাইলেন আসিফ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৮, ২২:০৫

সদ্যপ্রয়াত কিংবদন্তী ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর মৃত্যুর শোক এখনো বয়ে বেড়াচ্ছেন গায়ক আসিফ আকবর। বাংলা গানের যুবরাজের ফেসবুক টাইমলাইনে চোখ রাখলেই দেখা মেলে- প্রয়াত সেই কিংবদন্তির জন্য তার হাহাকারের চিত্র। আগেই ঘোষণা দিয়েছিলেন এখন থেকে তিনি আইয়ুব বাচ্চুর গান গাইবেন। সেই প্রতিশ্রুতি রক্ষার আগে এবার তাকে গানে গানে সম্মান জানালেন আসিফ।

অকালপ্রয়াত সঙ্গীত ব্যক্তিত্ব আইয়ুব বাচ্চুর জন্য গাইলেন তুমুল জনপ্রিয় গায়ক আসিফ আকবর। মঙ্গলবারই ভয়েস দিয়েছেন তিনি। গানটির গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক তরুণ মুন্সী ‘বলা না বলা’কে এই তথ্য দিয়ে বললেন, গানটি ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে শিগগিরই ভক্তরা শুনতে পাবেন। এই গানটি নিয়ে ধ্রুব গুহ দাদার বিশেষ পরিকল্পনা আছে। মূলত গানটি তার পরিকল্পনাতেই করা হয়েছে। রেকর্ডিংয়ের কাজ পুরোপুরি শেষ হওয়ার পর মিউজিক ভিডিওর কাজ শুরু হবে।

ফেসবুকে গানটির লিরিক প্রকাশ করেছেন গায়ক আসিফ আকবর। গানের কথাগুলো ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে! তার সঙ্গে সুরের খেলাতেও চমক রাখছেন তরুণ মুন্সী। তিনি এরইমধ্যে গায়ক আসিফের সঙ্গে মিলে বেশ কয়েকটি ভালো কাজ উপহার দিয়েছেন।

১৮ অক্টোবর না ফেরার দেশে চলে গেছেন আইয়ুব বাচ্চু। তাকে শ্রদ্ধা জানিয়ে তরুণ মুন্সীর লেখা হৃদয়স্পর্শী গানটির কথা হলো :

এমন তো কথা ছিল না/তুমি চলে যাবে এভাবে/ছিড়ে ফেলে সব মায়ার বাঁধন/সবার মনে ব্যাথা দিয়ে
আবার ও দেখা হবে/তুমি রবে অনুভবে/এই বাংলার পতাকায়/যেখানেই থাকো ভাল থেকো/আকাশের তারায় তারায়ৃ

তুমি যেন পথের শুরু/কোটি কোটি ভক্তের গুরু/ঘুম ভাঙ্গা শহরে/তুমি এক কিশোর হকার
তুমি কষ্ট তুমি সুখ/দিশেহারা মনটা অবুঝ/ তুমি এক রুপালি গিটারে/নতুন গানের ঝংকার
বিদায় জানাতে আজ চাইছে না মন/ঘুমিয়ে আছো তুমি হে বন্ধু স্বজন/                                                                                                          

তোমার ছবি আজ স্মৃতির পাহাড়/সুর আর কথা নিয়ে এক সংসার
সালাম জানাই তোমাকে/তোমাকে জানাই সালাম

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ