আজকের শিরোনাম :

বিমানে আইয়ুব বাচ্চুর মরদেহ নেয়া হচ্ছে চট্টগ্রামে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০১৮, ১০:২০

কিংবদন্তি সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চুর মরদেহ চট্টগ্রামের পথে। সকাল ১০টায় ইউএস বাংলার একটি ফ্লাইটে বন্দর নগরী চট্টগ্রামে নেয়া হবে।

এর আগে সকাল ৭টা ৫০ মিনিটে তার মরদেহ বহনকারী এ্যাম্বুলেন্স স্কয়ার হাসপাতাল থেকে শাহজালাল বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়। স্ত্রী দুই ছেলে মেয়ে ছোট ভাই পার্থসহ আরো অনেকেই সঙ্গে রয়েছেন।

মধ্যরাতে আইয়ুব বাচ্চুর ছেলে এবং মেয়ে দেশে ফিরেছেন।

চট্টগ্রামে নেয়ার পর সেখানে জানাজা শেষে বিকেলে পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে শায়িত হবেন জনপ্রিয় এই সংগীত শিল্পী।

তার মরদেহ প্রথমে সড়কপথে নেয়ার কথা থাকলেও পরে ওই সিদ্ধান্ত পরিবর্তন করা হয় বলে জানান আইয়ুব বাচ্চুর ব্যান্ড এলআরবির ব্যবস্থাপক শামীম আহমেদ।

শুক্রবার তৃতীয় জানাজা শেষে ব্যান্ড সংগীতের এ কিংবদন্তির মরদেহ স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হয়।
বৃহস্পতিবার সকালে না ফেরার দেশে চলে যান আইয়ুব বাচ্চু। শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর মরদেহ রাখা হয় সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য।

শুক্রবার বাদ জুমা জাতীয় ঈদগাহে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে দ্বিতীয় জানাজা হয় তার গানের স্টুডিও মগবাজারে ‘এবি কিচেন’ এর সামনে। এরপর তৃতীয় জানাজা হয় চ্যানেল আই কার্যালয়ের সামনে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ