আজকের শিরোনাম :

জানেন কীভাবে শুরু হল শ্রাবন্তীর পুজো!

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৮, ২০:২৩

এবার চতুর্থী থেকেই শহর কলকাতা ভাসছে জনজোয়ারে। মন্ডপে মন্ডপে উপচে পড়ছে মানুষের ঢল। এই দলে যেমন রয়েছেন সাধারণ মানুষ, তেমনি তারকারেও। কারন তাঁরাও তো এই শাহরের বাসিন্দা। আর পাঁচটা সাধারণ মানুষের মতো কাল চতুর্থী থেকেই প্যান্ডেল হপিং শুরু হয়ে গিয়েছে শুভশ্রীর। লুক সনাতনী। তোর কাজের চওড়া পাড় বসানো শাড়ি। হট পিঙ্ক ব্লাউজ। কানে লম্বা ঝুমকো। গলায় হার। কপালে বড় লাল টিপ।

দুর্গাপুজোর সাজটা শুরু হয়েছিল নায়িকার এমন ভাবে। যে রূপে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে, তিনি ক্যাপশনে লিখেছেন, “আমি অসামাজিক নই। বেছে বেছে নির্দিষ্ট জায়গায় আমি সামাজিক।”

সুতরাং কাল থেকে চলছে নায়িকার ঠাকুর দেখা। পুজো উদ্ধোধন বা বিচারকের দায়িত্ব তো আছেই। কিন্তু তার বাইরে শ্রাবন্তীর পুজো কাটবে পরিবারের সঙ্গে। ছেলে, দিদি, জামাইবাবু, মা, বাবা সকলকে নিয়ে বেড়াতে যাওয়ারও পরিকল্পনা রয়েছে তাঁর। যেই সঙ্গে খাওয়া-দাওয়া তো হবেই। পুজোর কটা দিন নো ডায়েট। অনলি পেটপুজো। তবে শুধু খেতে নয়। পুজোর একটা দিন নিজের হাতে রান্না করে সবাইকে খাওয়ান নায়িকা।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ