আজকের শিরোনাম :

সুমনের মরণোত্তর দেহদান, হবে না কোন শোকসভা-প্রার্থনাসভা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২১, ১২:২৯

মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্রে স্বাক্ষর করলেন কবীর সুমন। বুধবার সন্ধ্যায় এই অঙ্গীকারপত্রে স্বাক্ষর করলেন তিনি। দেহদান সংক্রান্ত সব কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করে এসব তথ্য জানান তিনি।

ফেসবুকে সুমন লেখেন, ‘চেতন অবস্থায়, স্বাধীন ভাবনাচিন্তায় ও সিদ্ধান্তের ভিত্তিতে জানাচ্ছি, আমার মৃতদেহ যেন দান করা হয় চিকিৎসাবিজ্ঞানের কাজে। কোনো স্মরণসভা, শোকসভা, প্রার্থনাসভা যেন না হয়।’

এর আগে গত ২৭ জুন, রাতে শ্বাসকষ্ট নিয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন কবীর সুমন। সেখানে কয়েকদিন চিকিৎসা নিয়ে বাসায় ফিরেন এই শিল্পী। আপাতত শারীরিকভাবে সুস্থ আছেন তিনি। তবে অসুস্থ অবস্থাতেও সুযোগ পেলেই মেতে উঠেছেন।

আগামী পূজায় মুক্তি পেতে যাচ্ছে পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়ের সিনেমা ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’। এ সিনেমার সংগীত পরিচালনা করছেন কবীর সুমন।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ