জায়েদ খানের অভিযোগে ৫ জনকে ডিবিতে তলব

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২১, ২০:৪০

সোশ্যাল মিডিয়া ও ইউটিউবে মিথ্যা-ভিত্তিহীন সংবাদ প্রচারের অভিযোগে ইউটিউব চ্যানেল ও ভুঁইফোড় অনলাইন পোর্টালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনের সহায়তা নিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জায়েদ খান। তার অভিযোগের ভিত্তিতে দুই নারীসহ মোট পাঁচজনকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জায়েদের অভিযোগ- ক’দিন পরপর তার বিরুদ্ধে নির্দিষ্ট কয়েকটি ইউটিউব চ্যানেল ও অনলাইন পোর্টালে বিভিন্ন মিথ্যা সংবাদ প্রচার করা হয়। তাকে জড়িয়ে নানা কুৎসা রটানো হয়। এতে বিব্রতকর অবস্থায় পড়তে হয় তাকে।

বিষয়টি নিয়ে জায়েদ খান ডিবির সাইবার ক্রাইমে লিখিত অভিযোগ দেন। শিল্পী সমিতির নেতার করা অভিযোগটি আমলে নিয়ে অভিযুক্তদের সম্পর্কে তথ্য সংগ্রহ করে তদন্ত শুরু করেন কর্মকর্তারা।

জানা যায়, ওই ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছেন সাইবার ক্রাইমের (ডিবি) এডিসি মনিরুল ইসলাম।

জায়েদ খান গণমাধ্যমকে জানান, 'আমার নামে মাস খানেক ধরেই মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছিল। বাধ্য হয়ে ভিত্তিহীন খবর প্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলাম। আমরা শিল্পী আমাদের সম্মান নিয়ে বাঁচতে দিন।’

তিনি আরও বলেন, 'ডিবি কি ব্যবস্থা নেয় দেখার অপেক্ষায় আছি। এর প্রেক্ষিতে ভিত্তিহীন সংবাদ প্রচারকারীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাও করতে পারি।'

জায়েদ খান মনে করেন, ইতিবাচক জিনিসের চেয়ে ভিউ টার্গেট করে নেতিবাচক জিনিস ছড়িয়ে বিভ্রান্ত সৃষ্টি করে কিছু ভুঁইফোড় মিডিয়া। তাছাড়া সরকারিভাবে এসব পোর্টালের কোনো নিবন্ধন নেই। নেই কোনো দায়বদ্ধতা। এ কারণে তিনি কঠোরভাবে ব্যবস্থা নিচ্ছেন।

এই অভিনেতার ভাষ্য- 'এরা গণমাধ্যমকর্মী হিসেবে এফডিসিতে প্রবেশ করে। কিন্তু পেশাগতভাবে সঠিক ও বৈধ কোনো পরিচয়পত্র নেই। এফডিসি কর্তৃপক্ষের কাছে আবেদন জানাই তারা যেন এ ব্যাপারে কঠোর হন। যাকে তাকে এফডিসিতে প্রবেশের অনুমতি যেন না দেন। আমি মনে করি এতে করে ইন্ডাস্ট্রির মধ্যে বিশৃঙ্খলা কমে যাবে।'

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ