আজকের শিরোনাম :

ভেনিস চলচ্চিত্র উৎসবে অপ্রত্যাশিত ঘটনার জন্ম দিলেন পরিচালক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৪৯

জনপ্রিয় আমেরিকান মডেল ও অভিনেত্রী দাকোতা জনসন গিয়েছিলেন ভেনিস চলচ্চিত্র উৎসবে। সেখানে এক ফটোশুটে অপ্রত্যাশিত ঘটনার জন্ম দিয়েছেন পরিচালক লুকা গুয়াদাগনিনো। দাকোতা জনসনের সঙ্গে ফটোশুট দিচ্ছিলেন তিনি। এমন সময় লুকার হাত জনসনের বুকে এসে পড়ে। ক্যামেরায় ক্লিক করার সময় অভিনেত্রী দাকোতা জনসনের চোখেমুখে অস্বস্তির ছাপ দেখা যায়।

ইউরোপের দেশ ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে এ অপ্রত্যাশিত কাণ্ডটি ঘটে গেলো শনিবার (২২ সেপ্টেম্বর)। ছবিতে দেখা যায়, ২৮ বছর বয়সী অভিনেত্রী দাকোতার বিব্রত মুখ। ঘটনার হোতা পরিচালক লুকার পেছনেও মুখ লুকাতে দেখা যায় এ তারকাকে। ছবিতে স্পষ্ট, লুকার হাত দাকোতার স্তনের খুব কাছে! এটা যে পরিচালকের ইচ্ছেকৃত ছিল, তা ছবিতেই স্পষ্ট।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ৪৭ বছর বয়সী লুকা ইচ্ছেকৃতভাবেই এটা করেছেন। তাঁর হাত দাকোতার ক্লিভেজের কাছাকাছি ছিল। সম্ভবত এ ঘটনায় যেন আরো বিব্রতকর অবস্থায় পড়তে না হয়, সেজন্য জনপ্রিয় এ অভিনেত্রী বিষয়টি এড়িয়ে গেছেন।

তবে এ নিয়ে এখনো পর্যন্ত দুজনের কাছ থেকে কোনো প্রকার মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে দাকোতা জনসন অভিনীত এবং লুকা গুয়াদাগনিনো পরিচালিত ছবি 'সাসপিরিয়া' খুব শিগগিরই মুক্তি পাবে। ছবিটি সম্পর্কে দাকোতা জানান, 'সাসপিরিয়া’ ছবির মতো রগরগে শারীরিক ভাষার নয়।

সূত্র: দ্য ডেইলি মেইল, দ্য সান

এবিএন/মাইকেল/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ