আজকের শিরোনাম :

ইসরাইলে কনসার্ট বাতিল করলেন মার্কিন গায়িকা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০১৮, ০০:৫৪

মার্কিন গায়িকা লানা ডেল রে তীব্র সমালোচনার মুখে ইসরাইলে আয়োজিত একটি কনসার্ট বাতিল করেছেন। আন্দোলনকর্মীরা ফিলিস্তিনের বিষয়ে ইসরাইলের কৌশলের সমালোচনা করায় জনপ্রিয় এই গায়িকা এই সিদ্ধান্ত নেন।

এ নিয়ে নিজের টুইটারে একটি টুইট পোস্ট করেন তিনি। টুইটে রে বলেন, ‘ফিলিস্তিন ও ইসরাইল, এই দুই জায়গাতেই গান গাইতে পারা এবং আমার সব ভক্তদের সমান মর্যাদা দেয়া আমার জন্য গুরুত্বপূর্ণ।’

একইসঙ্গে তিনি বলেন, ভবিষ্যতে ‘ইসরাইল ও ফিলিস্তিন দুই জায়গারই ভক্তদের জন্য অনুষ্ঠানের সময়সূচী’ ঘোষণা করতে আমি আশাবাদী।

চলতি মাসের আগামী সপ্তাহে ইসরাইলে মিটিওর ফেস্টিভ্যালের অনুষ্ঠানে অংশ নেয়াকে শুরুতে সমর্থন করেছিলেন ডেল রে। তখন তিনি বলেছিলেন, ‘তেলাবিবে গান গাওয়া মানে কোনো রাজনৈতিক অবস্থান নেয়া বা রাজনৈতিক বক্তব্য দেয়া নয়। আমি কোনো ট্রাভেল এজেন্ট নই এবং যেসব দেশে গান গাই তার সবগুলোয় পর্যটনকে জনপ্রিয় করার জন্য কাজ করি না।’

উল্লেখ্য, ২০১৪ সালেও লানা ডেল রে ইসরাইলে তার কনসার্ট বাতিল করেছিলেন। ওই সময় ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে যুদ্ধ চলছিল।

এদিকে ফিলিস্তিনি সংগঠন পাকবি ডেল রের কনসার্ট বাতিলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। এছাড়া গত বছরের ডিসেম্বরে গাই লর্ডও তার ইসরাইলে কনসার্ট বাতিল করেছিলেন।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ