আজকের শিরোনাম :

সাকিবের রাজকীয় প্রত্যাবর্তনের অপেক্ষায় জাতি: আসিফ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২০, ২২:১৪

বাংলাদেশ ক্রিকেটের এক সময়ের সবচেয়ে জনপ্রিয় গান ‘সাবাশ বাংলাদেশ’-এ কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। নিজেও ছিলেন একজন ক্রিকেটার। তাই হয়তো ক্রিকেট নিয়ে তাঁর প্রেম কিংবা উন্মাদনা অন্য সবার চেয়ে একটু বেশি।

সেই ক্রিকেটের বাংলাদেশের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ। তাই তো এদিন সাকিবের জন্য দোয়া করতে ভুলে যাননি আসিফ।

এক ফেসবুক স্ট্যাটাসে আজ আসিফ আকবর লিখেছেন, ‘এক আশরাফুলকে হারিয়ে অনেক কষ্ট পেয়েছিলাম। সেই কষ্ট দ্বিগুণ করল সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা। সাকিব ও আশরাফুল দুজনেই আমার অত্যন্ত স্নেহের। আজ সাকিবের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। আবার মাঠে ফিরবে বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান...

সব টাইগারদের সাবধান থাকতে হবে জুয়াড়িদের খপ্পর থেকে। যেকোনো ধরনের অস্বাভাবিক তৎপরতা দেখলে ম্যানেজমেন্টকে জানাতে হবে। আমরা আর কোনো ইনফর্ম টাইগারকে হারাতে চাই না। সাকিবের রাজকীয় প্রত্যাবর্তনের অপেক্ষায় জাতি।’

সাকিবের জন্য আসিফ আরো লিখেছেন, ‘সাকিব- আমরা তোমার সঙ্গে ছিলাম, আছি, থাকব। তুমি শুধু খেলে যাও দেশের জন্য। আমরা তোমাকে ভালোবাসি... জন্মগত এলার্জি রোগী হেটার্সদের চিন্তা মাথায় না রেখে দেশকে যেন সার্ভিস দিতে পার এই দোয়া করি মন থেকে। মনে রেখ, বৃক্ষ বড় হয়ে গেলে ঝড়ের ঝাপটা সহ্য করেই টিকে থাকে। তুমি এবং তোমার পরিবারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি... সাবাশ বাংলাদেশ...ভালোবাসা অবিরাম...।’

২০১৯ সালের ২৯ অক্টোবর জুয়াড়ির সঙ্গে কথোপকথন গোপন করে নিষিদ্ধ হয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। এই ক্রিকেট তারকাকে দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এর মধ্যে এক বছরের নিষেধাজ্ঞা স্থগিত হয়। বাকি এক বছর ক্রিকেটের বাইরে থাকতে হয় দেশসেরা ক্রিকেটারকে। দেখতে দেখতে শেষ হয়ে এলো নিষেধাজ্ঞার এক বছর। আজ বুধবার সাকিবের নিষেধাজ্ঞার এক বছর শেষ হবে। আগামীকাল বৃহস্পতিবার থেকে খেলতে আর বাধা থাকবে না বিশ্বের অন্যতম অলরাউন্ডারের।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ