আজকের শিরোনাম :

রাজধানীর দৃষ্টিনন্দন হাতিরঝিল নিয়ে তৈরি হলো গান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২০, ১৬:১২

লুবনা লিমি
অবসর সময় কাটাতে বর্তমান সময়ে ঢাকার সবচেয়ে দৃষ্টিনন্দন জায়গা হচ্ছে হাতিরঝিল। এবার রাজধানীর সেই দৃষ্টিনন্দন হাতিরঝিল নিয়েই তৈরি হলো গান। গানটি গেয়েছেন লুবনা লিমি। লিখেছেন ওমর ফারুক ফারহান। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন রোহান রাজ। ভিডিও পরিচালনা করেন নয়ন বাবু।

আজ মঙ্গলবার গানটি প্রকাশিত হয়েছে ডিঅ্যান্ডএম এন্টারটেইনমেন্ট নামের ইউটিউব চ্যানেলে।

গানটিতে হতিরঝিলের সৌন্দর্যের বর্ণনা করা হয়েছে।  কথায় রয়েছে-  বাক্সে বসে বিশ্ব দেখ আমি দেখি হাতিরঝিল। তোমার আমার দেখার মাঝে আছে অনেক মিল অমিল। বাক্স ছেড়ে হাঁটু গেড়ে দেখ এসে এই না ঝিল। দেখবে তুমি  ভাসছে যে হায় আকাশভরা নীল।

পুরো গানের চিত্রায়ণ করা হয়েছে হাতিরঝিলে। গানের প্রসঙ্গে কণ্ঠশিল্পী লুবনা লিমি বলেন, এ পর্যন্ত অনেক গান করেছি। কিন্তু হাতিরঝিল নিয়ে লেখা গানটি ব্যতিক্রমী। এই গানটিতে প্রকৃতি ও প্রযুক্তির বিষয় তুলে ধরা হয়েছে। আশা করি, গানটি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।

 

এবিএন/ইমরান/জসিম/এসই 

এই বিভাগের আরো সংবাদ