ডিডিএলজে'র ২৫ বছরে লন্ডনে বসছে শাহরুখ-কাজলের মূর্তি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২০, ১৭:৪৭

শাহরুখ খান ও কাজলের সাড়া জাগানো সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ (ডিডিএলজে) মুক্তি পায় ১৯৯৫ সালে। নতুন নতুন অনেক মাইলফলক তৈরি করা ছবিটির ২৫ বছর পূর্ণ হবে মঙ্গলবার।

এই উপলক্ষে হার্ট অব লন্ডন বিজনেস অ্যালায়েন্স চমকপ্রদ ঘোষণা দিল। লন্ডনের লেসেস্টর স্কয়ারে উন্মোচিত হবে শাহরুখ ও কাজলের একটি ব্রোঞ্জের মূর্তি।

‘ডিডেএলজে’র কিছু অংশ ধারণ করা হয়েছে লন্ডনে। সেখানে চিত্রায়িত একটি দৃশ্যকেই ধরার চেষ্টা করা হয়েছে এই ব্রোঞ্জের মূর্তিতে।

‘সিনস ইন দ্য স্কয়ার’ মুভি ট্রেইলে এটিই হতে চলেছে নতুন সংযোজন। এর আগে এখানে হ্যারি পটার, লরেল অ্যান্ড হার্ডি, ওয়ান্ডার ওম্যান ও সিংগিং ইন দ্য রেইন-এর আইকনিক দৃশ্যের মূর্তি স্থাপন করা হয়েছে।

শাহরুখ-কাজলের ছবিটি ভেঙেছে একাধিক ফিল্মি রেকর্ড। এবং এই ছবির অনেক রেকর্ডের ধারে-কাছেও পৌঁছাতে পারেনি পরবর্তী সময়ে মুক্তি পাওয়া অনেক ব্লকবাস্টার। ২৫ বছরে ‘ডিডিএলজে’ পেয়েছে কাল্ট ক্লাসিকের তকমা। টানা ২ দশক ধরে মুম্বাইয়ের মারাঠা মন্দির প্রেক্ষাগৃহে হাউসফুল চলেছে এ ছবি।

আদিত্য চোপড়া পরিচালিত শাহরুখ-কাজল ছাড়াও অভিনয় করেন অমরিশ পুরী, অনুপম খের, ফরিদা জালাল, হিমানী শিবপুরী, সতীশ শাহ, প্রয়াত অচলা সচদেব। ছিলেন মন্দিরা বেদী, পরমিত শেঠি, করণ জোহর, অনাইতা শ্রফ আদাজানিয়া ও অর্জুন সাবলোক। ৪ কোটি বাজেটের ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ আয় করে ১২২ কোটি রুপির বেশি।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ