রমজানে আধা ঘণ্টা আগে শুরু হবে শেয়ারবাজারে লেনদেন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০১৮, ১৯:৫৩

ঢাকা, ১৩ মে, এবিনিউজ : আসন্ন পবিত্র রমজান মাসে দেশের শেয়ারবাজারে লেনদেন আধা ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। ওই মাসে লেনদেন শুরু সকাল ১০টা থেকে। যা চলবে দুপুর ২টা পর্যন্ত। আজ রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বর্তমানে দেশের শেয়ারবাজারে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত লেনদেন হয়। রোজার পর ঈদের ছুটি শেষে আবার এই সময় অনুযায়ী লেনদেন হবে।

এদিকে রমজান মাস উপলক্ষে লেনদেন সময়ের পাশাপাশি ডিএসইর অফিস সময়েরও পরিবর্তন করা হয়েছে। রোজায় ডিএসইর অফিস সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত খোলা থাকবে।

রমজান মাস এবং ঈদুল ফিতরের ছুটির পর আবার ডিএসইর অফিস নিয়মিতভাবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত খোলা থাকবে।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ