আজকের শিরোনাম :

ভরিপ্রতি স্বর্ণের দাম কমলো ১১৬৬ টাকা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০১৮, ২০:০৫

ঢাকা, ০৫ জুলাই, এবিনিউজ : বিশ্ববাজারে দাম হ্রাস পাওয়ায় বাংলাদেশের বাজারে আবারও স্বর্ণের দাম ভরিতে কমেছে ১ হাজার ১৬৬ টাকা। স্বর্ণের নতুন এই দাম সোমবার (৬ আগস্ট) থেকে থেকে সারাদেশে কার্যকর হবে। 

আজ রবিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমানোর এ খবর জানানো হয়েছে। 

নতুন দাম অনুযায়ী, ভরিপ্রতি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের দাম ৪৭ হাজার ৪৭২ টাকা। এছাড়া ভরিপ্রতি ২১ ক্যারেট ৪৫ হাজার ১৯৮ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণের ৪০ হাজার ১২৪ টাকা দাম নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে ভরিপ্রতি সনাতন পদ্ধতির স্বর্ণ অপরিবর্তিত রেখে নির্ধারণ করা হয়েছে ২৭ হাজার ৫৮৫ টাকা। ভরিপ্রতি ২১ ক্যারেট রুপার (ক্যাডমিয়াম) দাম এক হাজার ৫০ টাকা।

উল্লেখ্য, রবিবার ২২ ক্যারেটের মানের ভরিপ্রতি স্বর্ণ বিক্রি হয়েছে ৪৮ হাজার ৬৩৮ টাকা। ২১ ক্যারেট ৪৬ হাজার ৩৬৪ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণ ৪১ হাজার ২৯০ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ২৭ হাজার ৫৮৫ টাকা।

এর আগে গত ২০ জুলাই স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। তখন ২২, ২১ ও ১৮ ক্যারেটের ভরিতে স্বর্ণের দাম ১ হাজার ১৬৬ টাকা কমানো হয়।

এবিএন/রাজ্জাক/জসিম/এআর

এই বিভাগের আরো সংবাদ