আজকের শিরোনাম :

রপ্তানি লক্ষ্যমাত্রায় উদ্বেগ মহামারি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২০, ০৮:৪৬

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী বলেছেন, এ বছর রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণে বড় উদ্বেগ চলমান করোনা (কোভিড-১৯) মহামারি। শনিবার সানেম ও দা এশিয়া ফাউন্ডেশন আয়োজিত এক ওয়েবিনারে এ উদ্বেগ প্রকাশ করেন তিনি।

রপ্তানি বাণিজ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাণিজ্যমন্ত্রী বলেন, এ বছর ৪৮ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা থাকলেও, মহামারির জন্য তা কঠিন হয়ে গেছে। চীন থেকে যে বিনিয়োগগুলো সরে যাচ্ছে সেগুলো আকর্ষণে বাংলাদেশের প্রতিযোগী দেশগুলো নানা পদক্ষেপ নিচ্ছে।

এক্ষেত্রে বাংলাদেশের করণীয় নির্ধারণে গবেষণার জন্য সানেম ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

ওয়েবিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান। ওয়েবিনারে দা এশিয়া ফাউন্ডেশনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের বাংলাদেশ প্রতিনিধি কাজী ফয়সাল সিরাজ। জরিপের ফলাফল উপস্থাপন করেন সানেম-এর নির্বাহী পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সেলিম রায়হান।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ