আজকের শিরোনাম :

আমারবাজারের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২০, ১৪:৫০

জনপ্রিয় সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ নিজের সফলতা নিয়ে বলেছেন- ‘আমি স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নে আস্থা ছিল। আর সবচেয়ে বড় কথা আমি কাজটা ভালোবাসতাম। অনেক কিছু বিফল হলেও আমার ভালোবাসাটা বেঁচে থাকত। জীবনে একটা স্বপ্ন থাকতে হয়, সেই স্বপ্নকে ভালোও বাসতে হয়।’ 

পৃথিবীর অন্যতম সফলতম এ ব্যক্তির কথা ছুঁয়েই আমারবাজার লিমিটেডে স্বপ্নে বিশ্বাসী আস্থাশীল একঝাঁক মানুষ মিলেছে জীবন-জীবিকার প্রয়োজনে। ১১ জুলাই ছিল এই প্রতিষ্ঠানের চতুর্থ বছরে পা দেওয়ার শুভদিন।

অনাড়ম্বর আয়োজনে সরকারি স্বাস্থ্যবিধি মেনেই আমারবাজার লিমিটেড পালন করেছে তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে দিনব্যাপী আলোচনামুখর পরিবেশে কেক কাটারও ব্যত্তয় হয়নি। কেন্দ্র থেকে তৃণমূলের অভ্যাগতরা নতুন বছরের কর্মবিশ্লেষণ করেছেন নিজ নিজ আলোচনায়। জানিয়েছেন, করোনাকালে আমারবাজারের উদ্যোগ থেমে থাকেনি। প্রয়োজনে প্রযুক্তিকে কাজে লাগিয়ে; কোথায় আবার সরাসরিও ক্রেতাদের পণ্যসেবা নিশ্চিত করেছে আমারবাজার।

অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন আমারবাজার লিমিটেডের চেয়ারম্যান মো. মামুনুর রশিদ, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান, ডিএমডি মো. আশরাফুল আমীন, কোম্পানির পরিচালক মো. মুঞ্জুরুল মোর্শেদ, মাসুদুর রহমান, মোহাম্মদ আব্দুল হান্নান, তাজুল ইসলাম, মাকসুদ আজিজ, একেএম শহীদুল হক, শিল্পী আক্তার , মো. বোরহান উদ্দিন এবং কাজী মোহাম্মদ আশরাফুল হক প্রমুখ।

‘সবকিছুই অনলাইনে’- এই স্লোগান নিয়ে আমারবাজার লিমিটেড ২০১৭ সালে যাত্রা শুরু করে। এই প্রতিষ্ঠানের সঙ্গে প্রায় ৫ লাখ রিটেইলার সম্পৃক্ত রয়েছে। প্রায় ৭৫টি প্রতিষ্ঠানের সঙ্গে অনলাইন পার্টনারশিপ চুক্তি হয়েছে ই-কর্মাসভিত্তিক এই অনলাইনে বেচাকেনার প্রতিষ্ঠানের। 

অনুষ্ঠানের প্রধান সঞ্চালক উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল আমীন বলেছেন, ‘প্রত্যয় আর প্রত্যাশা নিয়েই বেঁচে থাকে মানুষ। পরিকল্পনা বাস্তবায়ন করতে আত্মপ্রত্যয় নিয়ে এগিয়ে যেতে হবে। আমার সফলতা আমার হাতেই।’

আমারবাজারের নির্বাহী কার্যক্রম পরিচালনায় নতুন ব্যবস্থাপনা কমিটির হয়ে মো. বোরহান উদ্দিন কথায় বলেছেন, ‘স্বপ্নপূরণের পথে এগিয়ে গিয়ে স্পর্শ করতে চাই প্রত্যাশিত উচ্চতা।’ 

চেয়ারম্যান মো. মামুনুর রশিদ বলেছেন, ‘আত্মবিশ্বাস নিয়ে পরিকল্পনা করুন, পরিকল্পনামাফিক পরিশ্রম করুন, সফলতা আপনার হাতের মুঠোয় এসে পড়বে। করেনার আতঙ্ক সরিয়ে সময় আজ নিজেকে প্রমাণ করার; বহুদূর এগিয়ে যাওয়ার।’

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ