আজকের শিরোনাম :

করোনা: অগ্রণী ব্যাংকের কুমারখালী শাখা লকডাউন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২০, ১৭:১৪

এক সপ্তাহের মধ্যে পাঁচ কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনায় কুষ্টিয়ায় অগ্রণী ব্যাংকের কুমারখালী শাখা লকডাউন ঘোষণা করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজীবুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেন।

অগ্রণী ব্যাংক কুমারখালী শাখার ম্যানেজার (এসপিও) হোসেন শহীদ সোহরাওয়ার্দী জানান, ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার (এসও) হাসেন আলী প্রথমে করোনায় আক্রান্ত হন। এরপর ৬ জুলাই আরেক কর্মকর্তা (পিও) ইমতিয়াজ জামানের করোনা শনাক্ত হয়।

তাদের করোনা শনাক্ত হওয়ায় শাখার বাকি কর্মকর্তা-কর্মচারীর নমুনা পরীক্ষা করা হলে বৃহস্পতিবার আরও তিনজনের করোনা পজেটিভ আসে। আক্রান্তদের পাশাপাশি ব্যাংকের আরও দুই কর্মকর্তা-কর্মচারীর করোনা উপসর্গ রয়েছে।

অগ্রণী ব্যাংক কুষ্টিয়া জেলার ডিজিএম ওয়াহেদুল ইসলাম বলেন, ‘আমরা চাই না শাখাটি লকডাউন করা হোক। আমরা সীমিত পরিসরে হলেও শাখা চালু রাখার পক্ষে।’

তবে কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচএম আনোয়ারুল ইসলাম বলেন, ‘জনগণের স্বাস্থ্য নিয়ে ব্যাংক কর্তৃপক্ষ বা কেউ কোনো ঝুঁকি নিতে পারেন না। আমরা তা কোনো অবস্থাতেই মেনে নেব না।’ 

কুমারখালী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা করোনা নিয়ন্ত্রণ কমিটির সভাপতি ডা. আকুল উদ্দিন বলেন, ‘ব্যাংক খোলা থাকলে গ্রাহকরা আসবেনই। কোনো অবস্থাতেই তাদের ঠেকানো যাবে না। এ ক্ষেত্রে গ্রাহক, কর্মকর্তা, কর্মচারী সবারই স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। যে কারণে আমরা ব্যাংকের শাখাটি লকডাউনের সিদ্ধান্ত নিয়েছি।’

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ