আজকের শিরোনাম :

করোনাভাইরাস বিশ্ব অর্থনীতির জন্য একটা বিশাল বিপর্যয়: বিশ্ব ব্যাংক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২০, ১৮:০৬

বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস বলেছেন করোনাভাইরাস মহামারি বিশ্ব অর্থনীতির জন্য একটা “বিশাল বিপর্যয়”।

তিনি হুঁশিয়ার করেছেন, এই মহামারির কারণে কোটি কোটি মানুষ তাদের জীবিকা হারাবে। তিনি বলেছেন এর ফলে যে অর্থনৈতিক বিপর্যয় ঘটবে তা এক দশক ধরে স্থায়ী হবে।

মে মাসে, মি. ম্যালপাস বলেছিলেন করোনাভাইরাসের কারণে ছয় কোটি মানুষ “চরম দরিদ্র” হয়ে পড়বে।

বিশ্ব ব্যাংকের মানদণ্ডে হত দরিদ্র বা চরম দরিদ্রের যে সংজ্ঞা, মি. ম্যালপাস গত শুক্রবার বলেছেন ছয় কোটিরও বেশি মানুষের আয় তার নিচে নেমে যাবে।

“মহামারি এবং লকডাউন মিলিয়ে কোটি কোটি মানুষের আয়ের উৎস বিঘ্নিত হয়েছে, যা খুবই উদ্বেগের,” বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন মি. ম্যালপাস।

“শুধু আয় রোজগার হারানোই নয়, স্বাস্থ্য ও সামাজিক স্তরেও এর কঠিন প্রভাব পড়ছে।” তিনি বলেছেন যারা দরিদ্র, যাদের সঙ্গতি ও সামর্থ্য নেই, তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ