আজকের শিরোনাম :

লাফিয়ে বাড়ছে সবজির দাম

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২০, ১১:১৩

এক সপ্তাহের ব্যবধানে লাফিয়ে বেড়েছে শাক-সবজির দাম। সবজিভেদে পাঁচ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়তি রয়েছে দাম। সবজির সঙ্গে ঊর্ধ্বমুখী রয়েছে শাকের বাজার।

শুক্রবার (৫ জুন) রাজধানীর শান্তিনগর, মালিবাগসহ বিভিন্ন বাজারে ঘুরে এসব চিত্র উঠে এসেছে।

এসব এলাকার বাজারে সপ্তাহের ব্যবধানে প্রতিকেজিতে পাঁচ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়তি রয়েছে সবজির দাম। কেজিতে ২০ টাকা পর্যন্ত বেড়ে প্রতিকেজি টমেটো (প্রকারভেদে) বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকা, পেঁপে ৪০ থেকে ৬০ টাকা কেজিদরে।

পাঁচ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়ে প্রতিকেজি কাকরোল বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা, করলা ৩০ থেকে ৪০ টাকা, উস্তা ৪০ থেকে ৫০ টাকা, ঢেঁড়স ৩০ থেকে ৪০ টাকা, কচুরলতি ৪০ থেকে ৫০ টাকা, বেগুন ৪০ থেকে ৬০ টাকা, চিচিঙ্গা- ধুন্দল-ঝিঙা ৪০ থেকে ৫০ টাকা, শসা ২৫ থেকে ৩০ টাকা, পটল ৪০ থেকে ৫০ টাকা। সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে শাকের বাজারে। প্রতিআঁটিতে (মোড়া) দুই থেকে পাঁচ টাকা পর্যন্ত বেড়েছে।

মালিবাগ বাজারের সবজি বিক্রেতা আলী বলেন, বর্তমানে টমেটো ও পেঁপের সিজন না হওয়ায় সেগুলোর বাড়তি দাম। তাছাড়া সবজির দাম আমদানির ওপর নির্ভর করে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ