আজকের শিরোনাম :

বিএসইসি নতুন চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২০, ২১:৩৫

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

রোববার (১৭ মে) তাকে এ পদে নিয়োগ দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে তাকে ৪ বছরের জন্য বিএসইসির চেয়ারম্যান নিয়োগ দেয়ার কথা বলা হয়েছে।

প্রজ্ঞাপনে অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলে জানানো হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইন্সুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বর্তমানে সাধারণ বিমা করপোরেশনের (এসবিসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিএসইসির নতুন দায়িত্বে যোগ দেয়ার আগে তাকে এই দায়িত্ব থেকে পদত্যাগ করতে হবে। এর আগে ২০১১ সালের ১৪ মে ড. খায়রুল হোসেন প্রথম ৩ বছরের মেয়াদে নিয়োগ পান। পরে পুনঃনিয়োগের মাধ্যমে তিনি টানা ৯ বছর দায়িত্ব পালন করেন। চেয়ারম্যানের সাথে সাথে কমিশনের তিনজন সদস্যও নতুন নিয়োগ পেয়েছেন।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ