আজকের শিরোনাম :

সিএসই’র সকল দাপ্তরিক কাজ বন্ধ ৩০শে মে পর্যন্ত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২০, ১৬:৪৯

দেশে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ১৪ই মে নতুন জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে সাধারণ ছুটির মেয়াদ ৩০শে মে পর্যন্ত বাড়িয়েছে৷

সরকারের এই সিদ্ধান্তের সঙ্গে পূর্বের মতো সঙ্গতি রেখে ৩০শে মে পর্যন্ত সিএসই’র ট্রেডিং, সেটেলমেন্ট কার্যক্রমসহ সকল দাপ্তরিক কাজ বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়ে আজ শনিবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে৷

প্রজ্ঞাপনে বলা হয়,  যদি বিএসইসি (বাংলাদেশ সিকিউরিটিস এন্ড এক্সচেঞ্জ কমিশন) শেয়ার বাজার চালু করার কোনো নির্দেশনা প্রদান করে তবে সে  অনুযায়ী সিএসই তার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করার জন্য প্রস্তুত আছে। 

একই সাথে প্রজ্ঞাপনটিতে আরো বলা হয়, উক্ত নির্দশনা ছাড়া সাধারণ ছুটির মেয়াদ বাড়লে সিএসএই এর কার্যক্রম ছুটির সাথে সঙ্গতি রেখে বন্ধ থাকবে।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ