আজকের শিরোনাম :

১১ই জুন বাজেট উপস্থাপন করা হবে: অর্থমন্ত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২০, ১৯:০৪ | আপডেট : ০৭ মে ২০২০, ১৯:১৩

আগামী ১১ই জুন ২০২০-২১ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, করোনার কারণে বাজেট উপস্থাপনে দেরি হবে না, সংবিধান অনুযায়ী নির্দিষ্ট সময়েই বাজেট ঘোষণা হবে। এরই মধ্যে বাজেট উপস্থাপনের প্রস্তুতিও নিয়েছে অর্থমন্ত্রণালয়।

এর আগে সংসদে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২০-২০২১ অর্থবছরের বাজেট অনুমোদন দেওয়া হবে। প্রতিবছরই বাজেট পেশ করার আগে মন্ত্রিসভার অনুমোদন নেওয়ার সুবিধার্থে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠক আয়োজন করা হয় এবং রাষ্ট্রপতির সুপারিশ নেওয়ার সুবিধার্থে সংসদ ভবনে তার উপস্থিতির ব্যবস্থা নেওয়া হয়। এবারও তাই হতে যাচ্ছে।

আগামী ১১ জুন বিকেলে অর্থমন্ত্রী নতুন অর্থবছরের বাজেট উত্থাপন করবেন। এর আগে বিকেল ৩টায় মন্ত্রিসভার বৈঠকে বাজেটের অনুমোদন দেওয়া হবে। জাতীয় সংসদে প্রথমে ২০১৯-২০২০ অর্থবছরের সম্পূরক বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ