আজকের শিরোনাম :

প্রণোদনা তহবিলের অর্থ দ্রুত ছাড় চায় এফবিসিসিআই

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২০, ২০:৩২

প্রণোদনা তহবিলের অর্থ দ্রুত বিতরণ করতে ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন, এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম। বুধবার (৬ই মে) এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান এফবিসিসিআই'র সভাপতি শেখ ফজলে ফাহিম।

এ সংবাদ সম্মেলনে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা জানান, রপ্তানিমুখী শিল্পের বেতন বাবদ ৫ হাজার কোটি টাকার তহবিল থেকে অর্থ বিতরণ শুরু হয়েছে। কয়েকদিনের মধ্যে এসএমই ও বড় শিল্পের জন্য ৫০ হাজার কোটি টাকার তহবিলের কার্যক্রম শুরুর আশা করছেন তারা। কিন্তু, এসব ঋণ আদায় নিয়ে উদ্বিগ্ন তারা।

ব্যাংকাররা বলছেন, ঋণ খেলাপি হলেও প্রণোদনার অর্থ কেন্দ্রীয় ব্যাংককে ফেরত দিতে হবে। তাই একটি গ্যারান্টি স্কিম চালুর আহ্বান জানান তারা।

অন্যদিকে, ব্যবসায়ীরা বলছেন, প্রণোদনার অর্থ ছাড়ে দেরি হলে, ঋণের কার্যকারিতা কমে যাবে। তাই, অন্য সময়ের তুলনায় ব্যাংকগুলোকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান শিল্পোদ্যোক্তারা।

এবিএন/মমিন/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ