আজকের শিরোনাম :

রমজানে বাড়ল ব্যাংক লেনদেনের সময়

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২০, ১৭:৩৯

পবিত্র রমজান উপলক্ষে একই সঙ্গে করোনা পরিস্থিতির চিন্তা করে ব্যংক লেনদেনের সময়সূচী বাড়ানো হয়েছে। নতুন সময় সূচি অনুযায়ী, সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত গ্রাহক লেনদেন করতে পারবে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনের সার্কুলার অনুযায়ী নামাজের জন্য ১৫ মিনিটের বিরতি থাকবে। আর ব্যাংক খোলা থাকবে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। এটা মূলত পবিত্র রমজান, ঈদ-উল-ফিতর এবং ব্যবসা-বাণিজ্যের সুবিধা বিবেচনায় করা হয়েছে।

এছড়া, অনলাইন সেবা আছে এমন ব্যাংকগুলো গ্রাহকের সুবিধা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় সংখ্যক শাখা খোলা রাখবে। তবে যেসব ব্যাংকের অনলাইন সুবিধা নেই তাদের সব শাখা খোলা রাখতে হবে। জেলা সদর জেলার গুরুত্বপূর্ণ স্থান বিবেচনায় ব্যাংকের শাখা অন্তত একটি খোলা রাখতে হবে।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ