আজকের শিরোনাম :

করোনায় আক্রান্ত কর্মকর্তা

অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল শাখা লকডাউন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২০, ১৯:১৪ | আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ১৯:৫৭

রাষ্ট্রীয় মালিকানাধীন রাজধানীর মতিঝিলে অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল শাখার একজন কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সর্বশেষ তিনি গত রোববার অফিস করেন। আজ বুধবার সকালে করোনাভাইরাস পজেটিভ পাওয়ার পর শাখাটি লকডাউন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহম্মদ শামস-উল ইসলাম বলেন, ‘বুধবার সকাল সাড়ে ১১টায় একজন সিনিয়র অফিসার করোনাআক্রান্ত হওয়ার রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ ব্যাংকে অবহিত করে শাখাটি লকডাউন করা হয়েছে। ব্যাংকের পক্ষ থেকে সার্বক্ষণিক তার খোঁজখবর রাখা হচ্ছে।’

তিনি বলেন, ‘ব্যাংকের বৈদেশিক লেনদেন শাখায় কাজ করতেন তিনি। তার সঙ্গে এই সময় ব্যাংকে ছিলেন ৬২ জন, তাদের সবাইকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। আগামী ১৪ দিন ব্যাংক লকডাউন থাকবে। আর প্রিন্সিপাল শাখার কার্যক্রম মতিঝিল আমিন কোর্ট শাখায় স্থানান্তর করা হয়েছে।’

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ