আজকের শিরোনাম :

১৪ এপ্রিল পর্যন্ত ৮ ইপিজেড বন্ধ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০, ০৯:৫৩

দেশের আটটি ইপিজেড (রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা) ১৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। রবিবার বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে।

এতে বলা হয়, ৬ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত এসব ইপিজেডের সব শিল্পপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। বিশেষ বিবেচনায় সংশ্লিষ্ট ইপিজেডের মহাব্যবস্থাপকের অনুমোদন সাপেক্ষে কোনো কারখানা জরুরি প্রয়োজনে আমদানি-রপ্তানি কার্যক্রম চালিয়ে যেতে পারবে। একই সঙ্গে সেবামূলক প্রতিষ্ঠানসমূহের (কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার, পানি শোধনাগার, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র) কার্যক্রম আগের মতোই চলবে।

চট্টগ্রাম, ঢাকা, ঈশ্বরদী, উত্তরা, মোংলা, কুমিল্লা, আদমজী ও কর্ণফুলী—এই আটটি ইপিজেডে ৪৭৪টি শিল্পকারখানায় ৫ লাখের বেশি শ্রমিক কাজ করেন।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ