আজকের শিরোনাম :

করোনা মোকাবিলায় ৩ লাখ ডলার দিচ্ছে এডিবি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২০, ১২:১৯ | আপডেট : ২৮ মার্চ ২০২০, ১২:৪২

নভেল করোনাভাইরাসের মহামারী মোকাবিলায় জরুরি সহায়তা হিসেবে স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম কিনতে বাংলাদেশকে ৩ লাখ ডলার দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

এশিয়ার ঋণদাতা সংস্থাটির পরিচালনা পর্ষদ শুক্রবার এ সহায়তা প্যাকেজ অনুমোদন করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ অনুদান দিয়ে সুরক্ষার জন্য যন্ত্রপাতি, এন৯৫ মাস্ক, সুরক্ষা গগলস, অ্যাপ্রোন, থার্মোমিটার ও বায়োহ্যাজার্ড ব্যাগ সংগ্রহ করা হবে। স্বাস্থ্য অধিদফতর এই তালিকা অগ্রাধিকার ভিত্তিতে তৈরি করেছে। এ ইক্যুইপমেন্ট করোনাভাইরাস মোকাবিলায় সরকারের প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে।

এডিবির বাংলাদেশ প্রধান মনমোহন পরকাশ এ উপলক্ষে বলেন, ‘স্বাস্থ্য ও আর্থিক খাতে আরও বেশি সহায়তা দেওয়ার জন্য আমরা জোর প্রচেষ্টা চালাচ্ছি।’

উল্লেখ্য, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোয় করোনাভাইরাস মোকাবিলার জন্য গত ১৮ মার্চ এডিবি ৬৫০ কোটি ডলারের একটি প্যাকেজ ঘোষণা করে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ