আজকের শিরোনাম :

২৬ ও ২৭শে মার্চ কারখানা বন্ধ রাখার আহ্বান বিকেএমইএ'র

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২০, ১৭:২৬

২৬ ও ২৭শে মার্চ কারখানা বন্ধ রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ নীটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, বিকেএমইএ।

তবে, সাধারণ ছুটির দিনগুলোতে চাইলে নিজ দায়িত্বে উৎপাদন চালু রাখতে পারবেন মালিকরা। সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া মালিকদের তাদের কারখানা শ্রমিকদের মার্চসহ বকেয়া বেতন-ভাতা পরিশোধে পর্যাপ্ত প্রস্তুতি নেয়ার পরামর্শ দিয়েছে সংগঠনটি।

ছুটির সময় প্রতিষ্ঠানের শ্রমিকদের মধ্যে থেকে আলোচনা সাপেক্ষে টিম গঠন করে কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। একইসঙ্গে, ক্রয়াদেশ না থাকলে কারখানা বন্ধ রাখার নির্দেশনাও দিয়েছে সংগঠনটি। এমনকি অপ্রয়োজনে কারখানার শ্রমিকদের জড়ো করে হাজিরা নেয়ার প্রয়োজন নেই।

আজ বুধবার দুপুরে বিকেএমইএ এর সভাপতি সেলিম ওসমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেয়া হয়।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ