আজকের শিরোনাম :

নতুন বছরে বাজেটের আকার ৪ লাখ ৬০ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০১৮, ২০:৪১

ঢাকা, ১০ মে, এবিনিউজ : ২০১৮-১৯ অর্থবছরে বাজেটের সম্ভাব্য আকার হবে ৪ লাখ ৬০ হাজার কোটি টাকা। আজ বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে বিভিন্ন এনজিও'র সঙ্গে বাজেট আলোচনায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ তথ্য জানান। 

অর্থমন্ত্রী বলেন, আমরা যা চেষ্টা করছি তা হলো মাধ্যমিক শিক্ষা পর্যন্ত আমরা জাতীয়করণ করে ফেলব। প্রাথমিক শিক্ষায় শিক্ষক কম আছে, এখন প্রাইমেরি শিক্ষার মান উন্নয়ন করতে হবে।

এসময় তিনি বলেন, প্রথম দুই প্রান্তিক, অর্থাৎ ছয় মাসের টাকা স্বয়ংক্রিয়ভাবে প্রকল্পের তহবিলে দিয়ে দেওয়া হবে। তৃতীয় প্রান্তিকের টাকার জন্য মন্ত্রণালয় বা বিভাগগুলোর মতামত হলেই চলবে। শেষ প্রান্তিকের জন্য শুধু অর্থ বিভাগের সম্মতির দরকার পড়বে।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ