আজকের শিরোনাম :

ঋণ গ্রহীতাদের জন্য বাংলাদেশ ব্যাংকের বিশেষ সুবিধা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২০, ১৭:৪৫

কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়, আগামী জুন পর্যন্ত কোনও ঋণগ্রহীতা ঋণ শোধ না করলেও ঋণের শ্রেণিমানে কোনও পরিবর্তন আনা যাবে না।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, করোনা ভাইরাসের কারণে ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ছে। এর ফলে অনেক ঋণ গ্রহীতাই ঠিক সময়ে ঋণ পরিশোধে সক্ষম হবে না বলে ধারণা করা হচ্ছে।

তাই কোনও ঋণগ্রহীতা যদি ৩০ জুন পর্যন্ত কিস্তি পরিশোধে ব্যর্থ হন, তাহলে তাকে খেলাপি বলা যাবে না।  তবে কোনও খেলাপি ঋণগ্রহীতা যদি এই সময়ের মধ্যে ঋণ শোধ করেন, তাকে নিয়মিত ঋণগ্রহীতা হিসেবে চিহ্নিত করা যাবে। আজ বৃহস্পতিবার সব তফসিলি ব্যাংককে এ বিষয়ে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ