আজকের শিরোনাম :

‘চীনের ভাইরাসের নেতিবাচক প্রভাব অর্থনীতিতে সামান্য হতে পারে’

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৪৩

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা বুধবার বলেছেন, চীনে ছড়িয়ে পড়া ভাইরাসের কারণে বিশ্ব অর্থনীতির ওপর এর প্রভাবের কথা এখনই বলা যথেষ্ট আগাম হবে, তবে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির ওপর এর নেতিবাচক প্রভাব ‘সামান্য’ হতে পারে।

চীনে নতুন করোনা ভাইরাস মহামারীতে নিহতের সংখ্যা ১,৩৫০ ছাড়িয়ে গেছে,তবে আশা করা হচ্ছে এই মাসের শেষের দিকে ভাইরাসের প্রভাব কমতে শুরু করবে।

সিএনবিসি টেলিভিশনকে জর্জিয়েভা বলেন,আইএমএফ আশা করছে অর্থনৈতিক প্রভাব হবে ‘ভি আকৃতির’ ; এতে চীনের অর্থনীতিতে দ্রুত পতনের পর তা দ্রুত পুনরুদ্ধার হবে।

তবে তিনি সতর্ক করে বলেন, ‘এ ধারণা যথেষ্ট আগাম’। কারণ ২০০৩ সালে চীন যখন সার্স ভাইরাসের মহামারির মোকাবেলা করছিল সেই সময়ের চেয়ে বিশ্ব অর্থনীতি এখন কিছুটা দুর্বল।

আইএমএফের মতে চলতি বছরে চীনের প্রবৃদ্ধি দাঁড়াতে পারে ৬ শতাংশ , ২০০৩ সালে চীনের প্রবৃদ্ধি হয়েছিল ১০ শতাংশ।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ