চট্টগ্রামের বাকলিয়ায় ইসলামী ব্যাংকের ৩৫৪তম শাখা উদ্বোধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০১৯, ১৭:১৫ | আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ১৭:১৮

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ৩৫৪তম শাখা হিসেবে বাকলিয়া শাখা আজ (১৫ ডিসেম্বর) ২০১৯, রবিবার চট্টগ্রামের বাকলিয়ার কালামিয়া বাজারে উদ্বোধন করা হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোঃ মাহবুব উল আলম প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন।

এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী।

আরো বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর হাসনে আলম, মোঃ আব্দুল জব্বার ও মোঃ সালেহ ইকবাল এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ শাব্বির। স্বাগত বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জি. এম. মুহাম্মদ গিয়াস উদ্দিন কাদের।

গ্রাহক ও সুধীবৃন্দের পক্ষে বক্তব্য দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মহিলা কাউন্সিলর ফারজানা পারভীন, বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মোঃ লোকমান, সমাজসেবক রিফাত উদ্দিন বাবু, মৌলানা আশরাফ আলী ও মোঃ সোলায়মান। ধন্যবাদ জ্ঞাপন করেন ব্যাংকের বাকলিয়া শাখাপ্রধান কাজী মুহাম্মদ এরফানুল হক। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট নাইয়ার আজম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান ভুঁইয়া, স্থানীয় ব্যবসায়ী, শিক্ষাবিদ, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।    

প্রধান অতিথির ভাষণে মোঃ মাহবুব উল আলম বলেন, ইসলামী ব্যাংক দেশের উন্নয়ন অগ্রযাত্রায় সহযোগী হিসেবে কাজ করছে। তিনি বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থা বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। ইসলামী ব্যাংক বিশ্বসেরা ১০০০ ব্যাংকের তালিকায় ২০১২ সাল থেকে বাংলাদেশের একমাত্র ব্যাংক হিসেবে টানা ৮ বার এর অবস্থান ধরে রেখেছে।

তিনি বলেন, দেশে বিদেশে ব্যবসায়িক সকল সূচকে ইসলামী ব্যাংক অগ্রণী ভুমিকা পালন করছে। ধর্ম, বর্ণ, গোষ্ঠী নির্বিশেষে সকল মানুষের জন্য ইসলামী ব্যাংকের দুয়ার উম্মুক্ত উল্লেখ করে তিনি বলেন ইসলামী ব্যাংক বাকলিয়া শাখা এ অঞ্চলের ব্যবসা ও উন্নয়নকে ত্বরান্বিত করবে। শরী‘আহ্সম্মত কল্যাণমূখী ইসলামী ব্যাংকিংসেবা গ্রহণ করতে সকলের প্রতি আহবান জানান তিনি।


এবিএন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ