আজকের শিরোনাম :

তাণ্ডব এবার ধনেপাতায়, ৫০০ টাকা কেজি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০১৯, ০২:১৫

দেশে পেঁয়াজের বাজারে তাণ্ডব চলছেই। কমবে কমবে বলে পেঁয়াজের কেজি ২০০ টাকা ছাড়িয়েছে। এ দিকে নতুন তাণ্ডব শুরু হয়েছে ধনেপাতায়। এক কেজি ধনেপাতার দাম এখন ৫০০ টাকা।

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতের আগে ধনেপাতার কেজি ছিল ২০০ থেকে শুরু করে ২৫০ টাকার মধ্যে। বর্তমানে এক কেজি ধনেপাতা ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) পটুয়াখালীর কলাপাড়া শহরের কাঁচা বাজারে এ চিত্র মিলেছে। ওই বাজারের বিক্রেতারা বলেন, ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষেতের বিরাট ক্ষতি হয়েছে। তাই ধনেপাতার দাম বেড়ে গেছে।

বিক্রেতারা জানান, তারা পাইকারিতে এক কেজি ধনেপাতা ৪শ টাকার বেশি দামে কিনেছেন। খরচ-লাভ হিসাব করে ৫শ টাকা কেজি বিক্রি করছেন।

বাজারে ধনেপাতা কিনতে যাওয়া ক্রেতারা অবাক। কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলে জানা গেছে, তারা সপ্তাহখানেক আগেও ২০০-২৫০ টাকা কেজি ধনেপাতা কিনেছেন। অথচ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে এক কেজির দাম ৫০০ টাকা।

সাইফুল ইসলাম নামে এক ক্রেতা বলেন, খেয়ে অভ্যাস করেছি, তাই বাধ্য হয়েই কেনা লাগছে। ১২৫ টাকায় ২৫০ গ্রাম ধনেপাতা কিনেছি। এ দিকে পেঁয়াজের যন্ত্রনাও পিছু ছাড়ছে না। এভাবে নিত্যপণ্যের দাম বাড়তে থাকলে সংসার চালানো কঠিন হয়ে পড়বে।

কলাপাড়া উপজেলার কৃষি কর্মকর্তা আব্দুল মান্নান জানান, ঘুর্ণিঝড় বুলবুল আঘাত হানার পর শীতকালীন শাক-সবজির ক্ষেত প্রচুর ক্ষতির শিকার হয়েছে। তাই শাক-সবজির দাম বেড়েছে। তবে কয়েক দিনের মধ্যেই এ অবস্থার পরিবর্তন হবে বলে তিনি আশা করেন।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ